নারদা মামলায় জামিন পেলেন চার নেতা-মন্ত্রীই 





আজ সকালে নারদা কাণ্ডে তৃণমূলের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ‍্যায়, এক বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মেয়র শোভ চট্টোপাধ‍্যায়কে গ্রেফতার করে সিবিআই। এরপরেই রাজ‍্যজুড়ে হেভিওয়েট নেতাদের গ্রেফতারির প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে তৃণমূল শিবির। গ্রেফতার করে নিজাম প‍্যালেসে নিয়ে যাওয়ার কিছু পরেই নিজাম প‍্যালেসে যান মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। সেখানে দীর্ঘ ছয় ঘন্টা পর বেড়িয়ে যান তিনি। আজকেই আদালতে পেশ করা চার্জশিট। নারদকাণ্ডে আরেক অভিযুক্ত সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জার বিরুদ্ধেও আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই। খবর সূত্রের। নারদ-মামলায় একই অভিযোগ থাকা সত্ত্বেও কেন গ্রেফতার নয় মুকুল রায়, শুভেন্দু অধিকারী? বিজেপিতে যোগ দেওয়ার জন্যই কি ছাড়? প্রশ্ন তৃণমূলের।



জানা যাচ্ছিল, ১৫দিনের জেল হেফাজত চেয়েছিল সিবিআই। সিবিআই বিশেষ আদালত ভারচুয়াল শুনানির পর ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যাকে জামিন দিলেন বিচারক অনুপম মুখোপাধ্যায়। ব্যক্তিগত ৫০ হাজার টাকার বন্ডের বিনিময়ে জামিন পেলেন তাঁরা। খারিজ করা হয় সিবিআই-য়ের জেল হেফাজতের আর্জি। 




সিবিআইয়ের জেল হেফাজতে নেওয়ার দাবি ছিল, ধৃত সবাই প্রভাবশালী ফলে বাইরে বেড়িয়ে প্রমাণ লোপাট করতে পারে তাই জেল হেফাজতের আর্জি জানিয়েছে সিবিআই। কিন্তু সেই যুক্তিতে কাজ হল না অবশেষে তাঁদের জামিন দিল আদালত।নগরদায়রা আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে যেতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা এমনটাই মনে করা হচ্ছে।