ভোট পরবর্তী সন্ত্রাস রুখতে দিনহাটা SDO-তে সর্বদলীয় বৈঠক, নেওয়া হল গুরুত্বপূর্ণ পদক্ষেপ




ভোট পরবর্তী হিংসা সারা রাজ্য জুড়ে চলছে ফল ঘোষণার পর থেকেই। একে একে একাধিক সংঘর্ষ ও প্রান হানির খবর পাওয়া যাচ্ছে। কোথাও আক্রান্ত বিজেপি আবার কোথাও তৃণমূল। এমন পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মহকুমা শাসকের আহ্বানে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো দিনহাটা মহকুমা শাসকের করণে।



ভোট পরবর্তী সন্ত্রাস বন্ধ করে সকল দলকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আবেদন জানালেন দিনহাটা মহকুমা শাসক। এদিনের এই সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন সি পি আই (এম) পার্টির পক্ষে তারাপদ বর্মন, শুভ্রালোক দাস, প্রবীর পাল ফরওয়ার্ড ব্লক পক্ষে গিরি মন্ডল, তৃণমূলের পক্ষে বিষু ধর, কংগ্রেসের পক্ষে কমল দাশগুপ্ত, বিজেপির পক্ষে মদনমোহন গোস্বামী, এস ইউ সি এর পক্ষে প্রদীপ রায় আজিজুল হক ।



সূত্রের খবর, এদিনের এই সর্বদলীয় বৈঠকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদনের পাশাপাশি দুষ্কৃতীদের বাইক বাহিনী বন্ধ করার কথা বলা হয়। এছাড়াও উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল রেকর্ড থাকাদের গ্রেফতার করা হবে বলে জানা গেছে। পাশাপাশি, মদের দোকান গুলো বন্ধ করার কথা বলা হয় ।