৩১শে মে-র মধ‍্যে বন্ধ হতে পারে আপনার SBI অ্যাকাউন্ট, জানুন বিস্তারিত

৩১শে মে-র মধ‍্যে বন্ধ হতে পারে আপনার SBI অ্যাকাউন্ট, জানুন বিস্তারিত 




৩১শে মে -র মধ‍্যে বন্ধ হয়ে যেতে আপনার স্টেট ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি আপনি আপনার অ্যাকাউন্টের KYC বা নো ইওর কাস্টোমার আপডেট করতে হবে। কোভিড পরিস্থিতিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে এবার ব্যাঙ্কে না গিয়েও আপনি আপনার কেওয়াইসি আপডেট করতে পারবেন। ৩১শে মে-র মধ‍্যে কেওয়াইসি আপডেট না করলে আংশিক ভাবে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে। YONO -এর মাধ‍্যমে ভিডিও কলিং-র মাধ‍্যমে কেওয়াইসি আপডেট করা যাবে। ফেশিয়াল রেকগনাইজেশন প্রযুক্তির মাধ্যমে একেবারেই পেপারলেস KYC আপডেট করা যাবে। পাশাপাশি পোস্টের মাধ্যমেও কেওয়াইসি-র নথি পাঠাতে পারবেন গ্রাহকরা।




কেওয়াইসি তথ্য আপডেট করতে প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকা: 

ভোটার কার্ড

পাসপোর্ট

ড্রাইভিং লাইসেন্স

মনরেগা কার্ড

ভারতীয় ডাকের জারি করা পরিচয়পত্র

ফোনের বিল

বিদ্যুতের বিল

ছবি-সহ ব্যাঙ্কের পাসবই

রেশন কার্ড

আধার কার্ড

প্যান কার্ড

ক্রেডিট কার্ড স্টেটমেন্ট

ইনকাম ট্যাক্স রিটার্ন

জলের বিল ও সম্পত্তি ট্যাক্স পেপার




এদিকে SBI এর তরফে বিবৃতি জারি করে গ্রাহকদের সতর্ক করা হয়েছে। ভুয়ো কলের মাধ‍্যমে কেওয়াইসি আপডেটের নামে তথ‍্য হাতানো এবং ভুয়ো অ্যাপের মাধ‍্যমে লেনদেনের সতর্কীকরণ করেছে এসবিআই। ব্যাঙ্কের বক্তব্য, অনলাইনে টাকা লেনদেন করতে হলে এসবিআই-এর ডিজিটাল ব্যাঙ্কিং অ্যাপ Yono বা BHIM ব্যবহার করতে পারেন। অন‍্য অ্যাপ ব‍্যবহার না করাই ভালো। এই আবহে প্রতারকদের কল থেকে সতর্ক থাকতে বলা হয়েছে ব্যাঙ্কের তরফে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ