আসছে ঘূর্ণিঝড় ইয়াশ, বাতিল ৯টি দুরপাল্লার ট্রেন 





আসছে ঘূর্ণিঝড় ইয়াশ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে আছড়ে পড়ার সম্ভাবনা বেশি ইয়াশের। এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় সব রকম প্রস্তুতি চালু করে দিয়েছে রাজ‍্য সরকার। এবার আগামী ২৫ থেকে ৩০ তারিখের মধ্যে বাতিল করা হয়েছে ৯টি দূরপাল্লার ট্রেন। জানা যাচ্ছে, আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কিছু দূরপাল্লার স্পেশাল ট্রেন বাতিল করল পূর্ব রেল। 




রেলের ঘোষণা অনুযায়ী, বাতিল করা হয়েছে-- 

২৫ থেকে ২৭ মে বাতিল হাওড়া-ভুবনেশ্বর স্পেশাল ট্রেন।

২৫ থেকে ২৭ মে বাতিল হাওড়া-পুরী স্পেশাল ট্রেন

২৫ থেকে ২৭ মে বাতিল হাওড়া-যশোবন্তপুর এক্সপ্রেস

২৭ থেকে ২৮ মে বাতিল শালিমার-নাগেরকয়েল এক্সপ্রেস

২৪, ২৯ মে বাতিল হাওড়া-কন্যাকুমারী স্পেশাল ট্রেন

২৪ থেকে ২৬ মে বাতিল হাওড়া-সেকেন্দরাবাদ স্পেশাল ট্রেন

২৪ থেকে ২৬ মে বাতিল হাওড়া-চেন্নাই স্পেশাল ট্রেন

২৭ মে বাতিল হাওড়া-তিরুচিরাপল্লি স্পেশাল ট্রেন

৩০ মে বাতিল হাওড়া-পুদুচেরি স্পেশাল ট্রেন




আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, বুধবার, ২৬ মে সন্ধের দিকে ‘ইয়াস’ পশ্চিমবঙ্গ, সংলগ্ন উত্তর ওড়িশা এবং বাংলাদেশ উপকূল অতিক্রম করবে। ইতিমধ‍্যে জোর কদমে চলছে প্রচার।