Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিজের জন্মদিনে রক্তদান শিবির দিনহাটার বিশিষ্ট সমাজসেবকের

নিজের জন্মদিনে রক্তদান শিবির দিনহাটার বিশিষ্ট সমাজসেবকের





দিনহাটার বিশিষ্ট সমাজ সেবক দীপক বর্মনের জন্মদিন উপলক্ষ্যে 26শে মে, দিনহাটা, সংহতি ময়দানে আয়োজন করলেন এক রক্তদান শিবিরের। সকাল 11 টা থেকে দুপুর 2 টো পর্যন্ত চলে এই রক্তদান শিবির। উপস্থিত ছিলেন দিনহাটার বিশিষ্ট সমাজ সেবক "দীপক বর্মন" ও তার সহকর্মী রোহিত ইসলাম" এবং টিমের অন্যান্য সদস্যরাও। জন্মদিন উপলক্ষ্যে গৃহীত এই "রক্তদান জীবন দান" কর্মসূচিতে রক্তদান করেন মোট 27 জন রক্তদাতা। 


জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত রক্তদান শিবিরের উদ্যোক্তা দীপক বর্মন" জানান যে আজকে তার জন্মদিন উপলক্ষ্যে গৃহীত এই কর্মসূচির আসল উদ্দেশ্যই হল সমাজের সকল মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করা এবং সংকটময়তায় থাকা ব্লাড ব্যাংকে রক্তের সঞ্চয় ঘটানো যাতে কোনো রোগীকে রক্ত না পাওয়ার কারণে বিপদের সম্মুখীন হতে না হয়। পাশাপাশি তিনি আজকের সকল রক্তযোদ্ধাদের জানান স্যালুট এবং রক্তিম অভিনন্দন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code