প্রয়াত ঢাকা বাংলা একাডেমি মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী
প্রয়াত ঢাকা বাংলা একাডেমি মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। এপার ওপার বাংলার কবি সাহিত্যিক মহলে পরিচিত কবি হাবীবুল্লাহ সিরাজী। জানা যাচ্ছে, ৭২ বছর বয়সী কবি সিরাজী কোলন ক্যানসারে ভুগছিলেন। গত এক মাস চিকিৎসাধীন ছিলেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে। ২০১৮ সাল থেকে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন হাবীবুল্লাহ সিরাজী। বহু কাব্যগন্থ ও উপন্যাসের রচয়িতা হাবীবুল্লাহ সিরাজী।
১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন হাবীবুল্লাহ সিরাজী। বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তিনি উচ্চশিক্ষা লাভ করেন। একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বিষ্ণু দে পুরস্কার সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হন হাবীবুল্লাহ সিরাজী।
হাবীবুল্লাহ সিরাজীর কাব্যগ্রন্থগুলোর মধ্যে অন্যতম ‘দাও বৃক্ষ দাও দিন’, ‘মোমশিল্পের ক্ষয়ক্ষতি’, ‘নোনা জলে বুনো সংসার’, ‘আমার একজনই বন্ধু’, ‘পোশাক বদলের পালা’, ‘কৃষ্ণ কৃপাণ ও অন্যান্য কবিতা’, ‘সিংহদরজা’, ‘ম্লান, ম্রিয়মাণ নয়’, ‘বিপ্লব বসত করে ঘরে’, ‘জয় বাংলা বলো রে ভাই’, ‘সারিবদ্ধ জ্যোৎস্না’, সহ একাধিক কাব্যগ্রন্থ। উপন্যাসগুলো হচ্ছে - ‘কৃষ্ণপক্ষে অগ্নিকাণ্ড’, ‘পরাজয়’, অনুবাদ ‘মৌলানার মন: রুমীর কবিতা’, আত্মজৈবনিক গ্রন্থ ‘আমার কুমার’, গদ্যগ্রন্থ ‘দ্বিতীয় পাঠ’ প্রভৃতি।
তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলাদেশ। শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কবির প্রয়াণে এপার ওপার দুই বাংলার সাহিত্য জগতে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হাবীবুল্লাহ সিরাজী কবিতা ও কর্মে মুক্তিযুদ্ধ এবং প্রগতিশীলতাকে তুলে ধরেছেন যা পাঠকমহলে স্মরণীয় হয়ে থাকবে। শোকস্তব্ধ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊