মে-মাসের সব অফলাইন পরীক্ষা স্থগিতের নির্দেশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের
দিনের পর দিন বেড়েই চলছে করোনা সংক্রমণ। যেমন বাড়ছে সংক্রমণ তেমনিই বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে পড়ুয়াদের সুরক্ষিত রাখতে পদক্ষেপ নিল কেন্দ্র। মে মাসের সকল অফলাইন পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। তবে অনলাইন পরীক্ষা চালানো যেতে পারে।
কেন্দ্রীয় শিক্ষাসচিব অমিত খাড়ে ইতিমধ্যে কেন্দ্র পরিচালিত সকল স্কুলের প্রধানকে চিঠি দিয়ে একথা জানিয়েছেন বলে খবর। বর্তমান কোভিড পরিস্থিতির জের কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে বলেছে জানা গেছে। নির্দেশিকায় আরো জানানো হয়েছে, ভ্যাকসিন নিতে যোগ্যদের ভ্যাকসিন নিতে উৎসাহিত করতে হবে পাশাপাশি করোনা থেকে রেহাই পেতে কড়া করোনা বিধি মানতে হবে।
একইসঙ্গে শিক্ষা মন্ত্রক ওই নির্দেশিকায় জানিয়েছে আগামী জুন মাসের প্রথম সপ্তাহের দিকে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেসময় নতুন নির্দেশিকা পাঠানো হবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি, কেউ কোনো বিপদে পড়লে তাঁদেরকে অবশ্যই সাহায্য করার কথা জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊