BOOTH WISE RESULT - Form20
গত ২ রা মে পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের বিধানসভার ফল ঘোষণার পাশাপাশি সারা দেশের মোট ৮২২টি বিধানসভা আসনের ফল ঘোষণা করা হয়। ইতিমধ্যে সকলেই জেনে গেছেন বিধানসভা নির্বাচনের ফলাফল।
কিন্তু আপনার বুথে কোনদল কত ভোট পেয়েছে তা জানেন কি?
আপনার বুথের ফলাফল জানতে যা করতে হবে-
- সর্বপ্রথম নীচের লীঙ্কে ক্লিক করবেন।
- উপরের লিঙ্কে ক্লিক করবার পর যে পেজটি আসবে সেখানে প্রথম দফা থেকে শেষ দফা পর্যন্ত ক্রমানুসারে বিভিন্ন জেলার নাম রয়েছে আর তার পাশে রয়েছে Assembly Constituency এর নাম্বার।
এবার আপনি আপনার বিধানসভার নাম্বারে ক্লিক করলে একটি PDF ফাইল খুলে যাবে। এখানেই আপনার বিধানসভার প্রতিটি বুথের সমস্ত রকম তথ্য দেওয়া রয়েছে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊