Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপি করার অপরাধে ফের কানধরে উঠবস

বিজেপি করার অপরাধে ফের কানধরে উঠবস






সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :- 


বিজেপি করার অপরাধে ফের কানধরে উঠবস করার ঘটনায় উত্তাল বর্ধমান শহরের গুডশে রোড় এলাকায়। বিজেপি করার অপরাধে এর আগেও বর্ধমানের কানাই নাটশাল এলাকায় মেয়ের সামনে মাকে কান ধরে উঠবস করানো ভিডিও ভাইরাল হয়েছিলো। ফের এক-ই ঘটনার শিরোনামে বর্ধমান শহর গুডশেড রোড। যদিও এই অভিযোগ স্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা অশোক মন্ডল।


তৃণমূল নেতা অশোক মন্ডল বলেন,ভোট পরবর্তী হিংসায় তৃণমূলের কার্যালয় ভাঙচুর চালিয়েছিলো বিজেপি কর্মীরা।এর পর ভোট গণনার দিন তৃণমূলের রেজাল্ট দেখে ভয়ে ঘর ছেড়ে পালিয়ে যায় বিজেপির এই দুই কর্মীর। পরিবার থেকে বার বার আবেদন করেন আমাদের কাছে।তাদের পরিবারের কথা মাথায় রেখে দুই বিজেপি কর্মীকে ঘরে নিয়ে আসত বলা হয় তাদের পরিবারের লোকজন কে।তারপর ফোন করে ডেকে মারধর না করে কান ধরে উঠবস করে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়।


অন্যদিকে বর্ধমান শহর বিজেপি কনভেনর কল্লোল নন্দন বলেন, বিজেপি কর্মীদের জোর করে তৃণমূল করার কথা বলে এবং প্রকাশ্যে দিবালোকে কান ধরে উঠবস করায় এলাকার তৃণমূল।

তিনি আরো বলেন, তৃণমূল বহু সংখ্যক সিট নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে সুতরাং এই সময়ে বিজেপি কর্মীদের যেভাবে মারধর করছে সেটি লজ্জাজনক।

কার্যতঃ পুরো বিষয়টি বর্ধমান থানায় এই বিষয়টি জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code