ভোটের ফল ঘোষনার পরেই বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম

ভোটের ফল ঘোষনার পরেই বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম 




২রা মে দেশের ৫ রাজ‍্যের ভোটের ফল ঘোষনার পরেই বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম। গত দুমাস ধরে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ায়নি তেল সংস্থা গুলি। এমনকি জানা যাচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের মূল্য প্রায় ৬৭ মার্কিন ডলারের আশেপাশে ঘোরাফেরা করলেও দেশীয় বাজারে অপরিবর্তিত ছিল পেট্রোল ও ডিজেলের মূল‍্য। পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের ভোটের ফল ঘোষণার পরই দাম বাড়ানো হল পেট্রোল ও ডিজেলের।




কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ১৪ পয়সা, লিটারপ্রতি পেট্রোলের দাম হয়েছে, ৯০ টাকা ৭৬ পয়সা। কলকাতায় ডিজেলের দাম বেড়েছে ১৭ পয়সা, ডিজেলের দাম হয়েছে ৮৩ টাকা ৭৮ পয়সা।দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১৫ পয়সা বেড়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯০.৯৫ টাকা।  ডিজেলে প্রতি লিটারে ১৬ পয়সা দাম বেড়ে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮০.৯১  টাকা।



এর আগে সংবাদমাধ‍্যমগুলিতে আভাস দেওয়া হয়েছিল ভোট মিটতেই বাড়তে পারে তেলের দাম। কয়েক দফায় ২-৩ টাকা দাম বাড়াতে হতে পারে। মে মাসের প্রথম সপ্তাহেই দাম বাড়তে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছিল। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ