বিজেপি প্রধান বিরোধী দল হওয়ার মাইলস্টোন ছুঁয়ে ফেললঃ জয়প্রকাশ, দায়িত্বশীল বিরোধীপক্ষ হবে বিজেপি আশ্বাস

বিজেপি প্রধান বিরোধী দল হওয়ার মাইলস্টোন ছুঁয়ে ফেললঃ জয়প্রকাশ, দায়িত্বশীল বিরোধীপক্ষ হবে বিজেপি আশ্বাস






বাংলায় কার্যত সবুজ ঝড়। সোনার বাংলা গড়ার স্বপ্ন অধরা গেরুয়া শিবিরের। বিজেপির পক্ষ থেকে নেতা জয়প্রকাশ মজুমদার বললেন, বিজেপি প্রধান বিরোধী দল হওয়ার মাইলস্টোন ছুঁয়ে ফেলল।




জয়প্রকাশ জানালেন, ' এই নির্বাচনে যে জয় তৃণমূল পেয়েছে আমরা তা ছোট করে দেখছি না । এই বিধানসভা নির্বাচনের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি একটি মাইলফলকে পৌঁছতে পেরেছে, তা বিধানসভায় বিরোধীদলের ভূমিকা পালনের ।'




জয়প্রকাস জানান, ' আমাদের ইচ্ছে ছিল এখানে ক্ষমতায় আসার। কিন্তু তা সম্ভব না হলেই বিরোধীদলের যে ভূমিকা আমরা নিতে পারব '




রাজ্য সরকারের পাশে থাকার বার্তা দিয়ে জয় প্রকাশ বলেন, '' সামনের দিনে পশ্চিমবঙ্গে একটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা আমরা পালন করব । মানুষের কল্যাণে যেসব পদক্ষেপ সরকার গ্রহণ করবে, তাতে আমরা সহযোগিতা করব । আগামী দিনে করোনা যুদ্ধে আমরা সরকারের সহযোগিতা করব । রাজ্য সরকার কেন্দ্র সরকার একযোগে সকলে একত্রে সামিল হব কাজে। ''




এই নির্বাচনে কংগ্রেস , সিপিএম অবলুপ্ত হয়ে গেছে বলে দাবি বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন তৃণমূল এবং বিজেপি এই দুই দলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলেও দাবি বিজেপির।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ