Latest News

6/recent/ticker-posts

Ad Code

সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন কোভিড ভ্যাকসিন নেওয়ার শংসাপত্র ? সাবধান হন এখনই

সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন কোভিড ভ্যাকসিন নেওয়ার শংসাপত্র ? সাবধান হন এখনই


করোনার করাল গ্রাসে ভারতের সাথে জর্জরিত গোটা বিশ্ব। দ্বিতীয় ঢেউ এর ধাক্কার মাঝেই শুরু হয়েছে তৃতীয় ঢেউ এর মারণ কামড়। ভ্যাকসিন দেওয়া শুরু হলেও দৈনিক বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। দ্রুতহারে বাড়ছে মৃতের সংখ্যাও। যদিও কেন্দ্রের তরফে ভ্যাকসিন নেওয়া নিয়ে সম্প্রতি অন্যরকম নির্দেশ এলো। কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ভ্যাকসিন নেওয়ার শংসাপত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করা বিপজ্জনক হতে পারে। ভ্যাকসিন নেওয়ার ছবি হাসিমুখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা গেলেও কেন্দ্রের তরফে দেওয়া শংসাপত্র পোস্ট করতে বাধা কেন ?


কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে Cyber Dost (@Cyberdost) এর ট্যুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে, ভ্যাকসিনের শংসাপত্রে ওই ব্যক্তির অনেক জরুরি তথ্য থাকে। যা নিতান্তই ব্যক্তিগত। ফলে তা কখনোই সকলের সামনে আনা উচিত নয়। ভ্যাকসিনের শংসাপত্র নিয়ে সাইবার প্রতারণার ফাঁদে পড়ার সম্ভাবনা রয়েছে।


ভ্যাকসিনের শংসাপত্রে ব্যক্তির নাম, জন্মতারিখ, কোনো একটি পরিচয়পত্রের শেষ চারটে সংখ্যা, যে ভ্যাকসিন তাঁরা গ্রহণ করেছেন তার নাম, টিকাকরণের সময় ও তারিখ, টিকাকরণ কেন্দ্রের নাম এবং পরবর্তী টিকার দিনক্ষণ উল্লেখ থাকে। এই শংসাপত্রের সুত্র ধরেই সাইবার প্রতারকরা সংশ্লিষ্ট ব্যক্তির সাথে যে কোনো রকমের প্রতারণা করতে পারে বলেই আশঙ্কা করছে কেন্দ্র। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code