Latest News

6/recent/ticker-posts

Ad Code

জর্জিনার ঝড়ে কুপোকাত নেট দুনিয়া

জর্জিনার ঝড়ে কুপোকাত নেট দুনিয়া


Georgina Rodríguez instagram 



রোনাল্ডো যখন মাঠে ঝড় তুলছেন, তখন তাঁর গার্লফ্রেন্ড জর্জিনা রডরিগেজ (Georgina Rodriguez) ঝড় তুলছেন ইনস্টাগ্রামে (Instagram)।

Georgina Rodríguez instagram 



মডেলিংয়ের পাশাপাশি জর্জিনা একটি নামী ব্র্যান্ডের দোকানে সহকারীর কাজও করতেন। একই সঙ্গে নাচের প্রশিক্ষণও দিতেন। স্পেনের উত্তরে জাকা নামের একটি ছোট্ট শহরে জন্ম তাঁর। পড়াশোনাও সেখানে।

Georgina Rodríguez instagram 



জর্জিনা ও রোনাল্ডোর ঘনিষ্ঠ সম্পর্ক প্রায় তিন বছরের। নিজেদের সম্পর্ক নিয়ে প্রথম থেকেই কোনও রকম লুকোছাপা করেননি তাঁরা। ঘনিষ্ঠ ছবিও পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Georgina Rodríguez instagram 



এক মডেল রোনাল্ডোর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনার পরও প্রিয়জনকে ছেড়ে যাননি জর্জিনা। বরং সেই অভিযোগকে গুরুত্ব দেননি। সব বাধা সরিয়ে এগিয়ে যেতে হবে, এমনই একটি পোস্ট করেছিলেন তিনি।


Georgina Rodríguez instagram 



অনবদ্য সুন্দর লুক আর দারুণ শারীরিক গঠনের জন্য আন্তর্জাতিক মডেল হিসেবে খ্যাতি আছে জর্জিনার। ২৭ বছরের সুপার মডেল জর্জিনা ইনস্টাগ্রাম সহ নানা সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়। মাঝেমাঝেই জর্জিনা সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর ও তাদের সন্তানদের সঙ্গে ছবি পোস্ট করেন।
Georgina Rodríguez instagram 



সম্প্রতি যে ছবি রোনাল্ডোর গার্লফ্রেন্ড জর্জিনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তা বিদ্যুৎ-এর গতিতে ভাইরাল হয়। তাঁর চুল খোলা রেখে, অনবদ্য মেকআপে নিজেকে মেলে ধরেন জর্জিনা। কোপা ইতালিয়া কাপ জয়ের পর রোনাল্ডোকে শুভেচ্ছা জানাতেই এই ছবি পোস্ট করেন তিনি।

Georgina Rodríguez instagram 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code