Latest News

6/recent/ticker-posts

Ad Code

BJP-র সমস্ত পদ থেকে সড়ে দাঁড়ালেন উত্তরবঙ্গ সংখ্যালঘু মোর্‌চার কো-কনভেনর আনোয়ার হোসেন

BJP-র সমস্ত পদ থেকে সড়ে দাঁড়ালেন উত্তরবঙ্গ সংখ্যালঘু মোর্‌চার কো-কনভেনর আনোয়ার হোসেন




রাজ্যে বিপুলভাবে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু উত্তরবঙ্গে তৃণমূলের ভরাডুবি। বেশকিছু আসনেই জয়লাভ করেছে বিজেপি। আর তারপরেই আজ বিজেপি-র সমস্ত পদ থেকে সড়ে দাঁড়ালেন উত্তরবঙ্গ সংখ্যালঘু মোর্‌চার কো-কনভেনর আনোয়ার হোসেন। আজ এক ফেসবুক পোস্ট করে দলের সকল পদ থেকে পদত্যাগ করলেন তিনি।



আজ সন্ধ্যায় ফেসবুক পোস্ট করে বিজেপির সকল কার্য্যকর্তাদের অভিনন্দন জানিয়ে পদত্যাগ করেন তিনি। তিনি ফেসবুকে লেখেন, ভারতীয় জনতাপার্টির সকল কার্য্যকর্তাদের গৈরীক অভিনন্দন জানিয়ে আমি দলের সমস্তপদ থেকে পদত্যাগ করলাম |সবাই সুস্থ থাকুন ভাল থাকুন | তিনি ভারতীয় জনতাপার্টির উত্তরবঙ্গ সংখ্যালঘু মোর্‌চার কো-কনভেনর, কোচবিহার জেলা ও রাজ্য কমিটির সদস্য এবং জেডপি২৪ -র অবজারভার ছিলেন তিনি।


সূত্রের খবর, ভোট পরবর্তী হিংসায় উচ্চ নেতৃত্ব দলীয় কর্মীদের পাশে দাড়াচ্ছেন না, ফোন ধরছেন না আর তাই তিনি এই পদক্ষেপ নিলেন। 

ভারতীয় জনতাপার্টির সকল কার্য্যকর্তাদের গৈরীক অভিনন্দন জানিয়ে আমি দলের সমস্তপদ থেকে পদত্যাগ করলাম |সবাই সুস্থ থাকুন ভাল থাকুন |

Posted by Anowar Hossain on Tuesday, 4 May 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code