Latest News

6/recent/ticker-posts

Ad Code

অনবদ্য সাঁজে পপতারকা অ্যারিয়েনা গ্রান্ডে, বিয়ের অনুষ্ঠানেই আদরে ভরিয়ে দিলেন স্বামী ডালটন গোমেজকে

অনবদ্য সাঁজে পপতারকা অ্যারিয়েনা গ্রান্ডে, বিয়ের অনুষ্ঠানেই আদরে ভরিয়ে দিলেন স্বামী ডালটন গোমেজকে 


Ariana Grande Insta



বিয়ে করলেন পপতারকা অ্যারিয়েনা গ্রান্ডে ও ডালটন গোমেজ। বুধবার নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নিজের বিয়ের ছবি পোস্ট করেছে তারকা। ১৫ই মে রিয়েল এস্টেট এজেন্ট ডালটন গোমেজকে বিয়ে করেছেন আমেরিকান গায়িকা অ্যারিয়েনা গ্রান্ডে।

Ariana Grande Insta




সাদা পোশাকে নিজের ওয়েডিং ডে-তে সেজেছেন গায়িকা। ফুল এবং সাদা মোমবাতিতে সেজে উঠেছে বিয়ের স্থানের চারিদিক। একাধিক তারকা উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। সাদা ওয়েডিং গাউনে অনবদ্য লাগছিল পপ তারকাকে। ক্যালিফোর্নিয়ায় এই তারকার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল ২০ জন সদস্য।

Ariana Grande Insta




একটি ছবিতে দেখা যায়, ওয়েডিং গাউনে অনবদ্য অ্যারিয়েনা তাঁর স্বামী ডালটন করে গভীর চুমুতে ব্যস্ত। নব দম্পতি একে অপরকে চুমুতে আদর করছে।

Ariana Grande Insta




একটি ঘনিষ্ঠ অনুষ্ঠানে তার বিউ এবং রিয়েল এস্টেট এজেন্ট ডাল্টন গোমেজের সাথে গাঁটছড়া বাঁধার এক সপ্তাহ পরে আমেরিকান গায়ক-গীতিকার অ্যারিয়েনা গ্রান্ডে তার বিয়ের দিনের বেশ কিছু ঝলক শেয়ার করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code