এক টাকার নোটের বান্ডিল বিক্রি হচ্ছে ৪৫ হাজার টাকায়! আছে কি আপনার কাছে!
![]() |
Image - Coinbazzar Website |
পুরনো ১ টাকার নোটের বান্ডিলের দাম ৪৫ হাজার টাকা।আপনি প্রতিবেদনটি পড়ে অবাক হচ্ছেন তো?
আসলে কয়েনবাজার নামে ওয়েবসাইটটিতে গেলেই ওই এক টাকার নোটের দেখা মিলবে। যার আসল মূল্য ৪৯,৯৯৯ টাকা। ছাড় দিয়ে সেটাই মিলছে ৪৫ হাজার টাকায়। আর একথা সামনে আসতেই রীতিমতো হইচইও পড়ে গিয়েছে।
আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, পুরনো দিনের কয়েন বা টাকা জমানো যাঁদের নেশা। কেউ ইংরেজ আমলের পয়সা জমাতে পছন্দ করেন, তো কেউ স্বাধীনতার পরবর্তী সময়ে এদেশে প্রচলিত পুরনো নোট বা কয়েন জমানো পছন্দ করেন। এজন্য তাঁরা যেকোনও মূল্য দিতেই সাধারণত প্রস্তুত থাকেন। তাই কখনও মাত্র ১ টাকার কয়েন, তো কখনও আগেকার দিনের পয়সা বিক্রি হয় কয়েক লক্ষ টাকায়।
এই সমস্ত জিনিস ক্রয়-বিক্রয়ের অন্যতম স্থান কয়েনবাজার নামে ওয়েবসাইটটি।ওই ওয়েবসাইটে সম্প্রতি পুরনো এক টাকার নোটের একটি বান্ডিল বিক্রির বিজ্ঞাপণ দেওয়া হয়েছে। যাতে বলা হয়েছে ওই এক টাকার কয়েনের দাম ৪৯,৯৯৯ টাকা। আর ছাড় দিয়ে তা বিক্রি করা হবে ৪৫ হাজার টাকায়।
ওই এক টাকার নোটটির আত্মপ্রকাশ ঘটেছিল ১৯৫৭ সালে। তাতে সই করেছিল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী হীরুভাই প্যাটেল। পাশাপাশি সেটির জাম্বলিং নম্বর ‘১২৩৪৫৬’।আর সেকারণেই সেটি অত্যন্ত দুঃস্প্রাপ্য।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊