গোয়াল ঘরে ঢুকলো হরিণ, চাঞ্চল্য এলাকায়
ডুয়ার্স, জয়ন্ত বর্মন :: সাতসকালে ডুয়ার্সের খট্টিমারি জঙ্গল থেকে পথ ভুলে লোকালয়ে চলে আসলো একটি দল ছুট হরিণ!গ্রামবাসীর তাড়া খেয়ে গোয়াল ঘরে ঢুকলো হরিণ।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
অবশেষে গ্রামবাসীরা হরিণটিকে ধরে বন দফতরের হাতে তুলে দেয়। ঘটনার সাধুবাদ জানিয়েছে পরিবেশ প্রেমীরা। পাশাপাশি হরিণ দেখতে রীতিমতো ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির ব্লকের দুরামারি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে ,বুধবার সকালে উত্তর শালবাড়ি গ্রামে আচমকাই একটি দলছুট হরিণ গ্রামবাসীদের নজরে পড়ে।এরপর গ্রামের কিছু যুবক তাড়া করলে হরিণটি সুভাষ রায় নামে এক ব্যাক্তির গোয়াল ঘরে আশ্রয় নিলে সেখানে আটক করে রাখে স্থানীয় বাসিন্দারা। এরপরই খবর দেওয়া বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের বন কর্মীদের।বনকর্মীরা ঘটনাস্থলে এসে হরিণটিকে উদ্ধারের জন্য জাল দিয়ে ফাঁদ পাততে শুরু করলে সেই জাল টপকে পালিয়ে যায়। শেষমেশ গ্রামবাসী ও বন দফতরের যৌথ উদ্যোগে স্থানীয় যুবকদের হাতে ধরা পড়ে হরিণটি ।
বনদফতর সূত্রে খবর,উদ্ধার করা দলছুট হরিণটি চিতল হরিণ প্রজাতির। বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার রেঞ্জার শুভাশিস রায় জানান,উদ্ধার করা হরিণটি সুস্থ্য রয়েছে তাই গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊