মাত্র ১৫ টাকার বিনিময়ে কোভিড সংক্রামিতদের জন্য খাবারের ব্যবস্থা করলো ইউথ কিচেন 



মাত্র ১৫ টাকার বিনিময়ে জলপাইগুড়িতে কোভিড সংক্রামিতদের জন্য খাবারের ব্যবস্থা করল জলপাইগুড়ির একটি সাংষ্কৃতিক সংস্থা। 

সংস্থার এক সদস্য বলেন,  এই অতিমারি পরিস্থিতিতে অনেক মানুষই সংক্রামিত হয়ে গৃহবন্দী। হয়ত, তারা রান্নাও করতে পারছেন না।  তাই তাদের মুখে একটু খাবার তুলে দিতে এই ব্যবস্থা। 



নিজেদের হাতে রান্না করা ভাত, ডাল, সবজি ইত্যাদি খাবার আমরা পৌছে দিচ্ছে সংক্রামিতদের বাড়িতে। স্বাস্থ্যবিধি মেনেই রান্না হচ্ছে এই খাবার। নাম দেওয়া হয়েছে "ইউথ কিচেন"