Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার কনডম টেস্টারের ভূমিকায় রাকুল! আসছে কমেডি সিনেমা 'ছত্রীওয়ালি'!

এবার কনডম টেস্টারের ভূমিকায় রাকুল! আসছে কমেডি সিনেমা 'ছত্রীওয়ালি'!




কনডম কেনার সময় বা কনডম শব্দটি উচ্চারণ করতে গিয়েও লজ্জা পান অনেকে। সেখানে কনডম টেস্টারের ব্যাপারটি অনেকের কাছেই অজানা। আপনি কি জানেন কি এই কনডম টেস্টার?



মূলত বড় বড় কনডম প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো প্রাপ্তবয়স্কদের সঙ্গে চুক্তিবদ্ধ হন। কনডম তৈরির পর তা দেওয়া হয় তাদের। এরপর এগুলোর কার্যক্ষমতা পরখ করেন কনডম টেস্টাররা। তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই বাজারে নতুন কনডম নিয়ে আসে প্রতিষ্ঠানগুলো।




এবার এই কনডম টেস্টারের জীবন কাহিনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। কিন্তু মুশকিল কনডম টেস্টার হিসাবে নারী চরিত্রে কে অভিনয় করবেন! অনেক নায়িকাই যখন সাহস দেখাতে পারেনি তখন পরিচালক অনেকটাই হতাশ হয়ে পড়েন। কিন্তু সকল চিন্তার অবসান ঘটান রাকুল প্রীত সিং।




শোনাযাচ্ছে এবার পর্দায় কনডম টেস্টারের চরিত্রে নিজেকে তুলে ধরবেন এই অভিনেত্রী। কনডম টেস্টারদের নিয়ে কমেডি-ড্রামা ঘরানার সিনেমাটি নির্মাণ করছেন বলিউডের স্বানমধন্য প্রযোজক রনি স্ক্রুওয়ালা। তবে সিনেমাটির শিরোনাম সম্পর্কে তেমন কিছু জানা না গেলেও সূত্রের খবর, সিনেমাটির নাম হতে পারে 'ছত্রীওয়ালি'।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code