ভোট পরবর্তী হিংসা ও অধ‍্যুষিত এলাকা পরিদর্শন করলেন জাতীয় তপশিলি উপজাতি কমিশনের সদস্যরা

ভোট পরবর্তী হিংসা ও অধ‍্যুষিত এলাকা পরিদর্শন করলেন জাতীয় তপশিলি উপজাতি কমিশনের সদস্যরা



বর্ধমানের বেলকাশ গ্রাম পঞ্চায়েতের মল্লিক পাড়া ও জামালপুরের নবগ্রামে ভোট পরবর্তী হিংসা ও অধ‍্যুষিত এলাকা পরিদর্শন করলেন জাতীয় তপশিলি উপজাতি কমিশনের সদস্যরা। এদিন কমিশনের তিন সদস্যের একটি দল এলাকায় পৌঁছালে তাদের সাথে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, এসপি কামনাসিস সেন ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র ও বর্ধমান থানার আইসি পিন্টু সাহা। 



এদিন হিংসা প্রবণ এলাকায় ভাঙচুর করা দোকানঘর গুলি ঘুরে দেখেন তারা পাশাপাশি দোকান মালিকদের সাথে কথা বলেন। পুরো ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন তারা। কমিশনের চেয়ারম্যান বিজয় শাপলা বলেন, তপশিলি জাতি অধ্যুষিত এলাকাগুলো পরিদর্শন করে তাদের রিপোর্ট তৈরি করে কেন্দ্র সরকারের কাছে পাঠানো হবে। পুনর্বাসনের জন্য কি কি সরকারি সাহায্যের প্রয়োজন তার ব্যবস্থা করা হবে। আমরা আজ এলাকাগুলো ঘুরে দেখলাম। পরে প্রশাসন এর সঙ্গে বৈঠক করে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। দেখুন কি বলছেন তাঁরা-




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ