Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তাউটের তাণ্ডবে লণ্ডভন্ড ভারতের ১২১টি গ্রাম, মৃত ৬!

ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তাউটের তাণ্ডবে লণ্ডভন্ড ভারতের ১২১টি গ্রাম, মৃত ৬!



বিশ্বজিৎ দাসঃ 

ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তাউটের তাণ্ডবে লণ্ডভন্ড ভারতের ১২১টি গ্রাম, মৃত ৬, গুজরাতে শুরু হয়েছে ‘ল্যান্ডফল’।


ঘূর্ণিঝড় তাউটে কে নিয়ে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি আশঙ্কা ছিল আগেই, সেই মতো গতকাল ভারতের পশ্চিম উপকূল দেখেছ ঘূর্ণিঝড় তাউটের তাণ্ডব। যত সময় গিয়েছে, তত বিধ্বংসী হয়ে উঠছে তাউটে। পোরবন্দর, ভাবনগর জেলার মহুভার নিচু এলাকা থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে আনা হয়েছে। এখানেই তীব্র গতিতে আছড়ে পড়েছে তউটে। এমনকি ধস নামার সম্ভাবনাও রয়েছে বহু জায়গায়।


ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও গুজরাতের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫৪টি দলকে উপকূলবর্তী নিচু এলাকাগুলিতে পাঠানো হয়েছে।








জুনাগড়, গির সোমনাথ, সৌরাষ্ট্র, কচ্ছ, দিউ, পোরবন্দর, দ্বারকা, আমরেলি, রাজকোট ও জামনগরে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গুজরাতের মূল ভূখণ্ডে ঢুকছে তাউটের ‘চোখ’-এর সামনের অংশ।




কর্ণাটকে লণ্ডভণ্ড ১২১টি গ্রাম তাউটের তাণ্ডবে। ঘূর্ণিঝড় তাউটের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে গুজরাতের সমস্ত বিমান বন্দর।




আইএমডির পূর্বাভাস অনুসারে জানা গিয়েছে,তউটে ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে তাণ্ডব চালিয়েছে৷ ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টাও এই ঘূর্ণিঝড় হয়েছে।


দিনের আলো ফুটতেই বিধ্বংসী ঝড়ের তান্ডবে ক্ষয়ক্ষতির চিত্র আরো সামনে আসছে ক্রমশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code