কোভিডে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পরেও শেষ রক্ষা হলো না, চলে গেলেন তরুন সাংসদ 




রবিবার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সাংসদ রাজীব সাতভ।

কিছু দিন আগে তিনি কোভিডে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছিলেন। পরে আবার এক বার ভাইরাস সংক্রমণে তাঁর শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটে।

সাতভের করোনা টেস্ট রিপোর্ট গত ২২ এপ্রিল পজিটিভ এসেছিলএবং গত ৯ মে তাঁর টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছিল। তবে ফের শারীরিক অবস্থার অবনতির পর ৪৫ বছর বয়সি সাতভেরকে হাসপাতালের ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। তবুও শেষরক্ষা আর হল না।

তাঁর মৃত্য়ুকে অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে শোকপ্রকাশ করেছেন রাহুল গান্ধী-সহ কংগ্রেসের উচ্চ নেতৃত্ব।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ট্যুইট বার্তায় জানিয়েছেন- " রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব সাতভের অকাল মৃত্যুতে আমি দুঃখিত। যুবনেতা হিসাবে তিনি দেশের রাজনীতিতে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। তাঁর মৃত্যুর সাথে সাথে যুবা কণ্ঠ এই দেশ, বিশেষত মহারাষ্ট্রের মানুষের কথা যা উঠে এসেছে, সংসদে আর শোনা যাবে না। আমার গভীর সমবেদনা।"