করোনাকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে উপায় বাতলে দিলেন WHO প্রধান





ফের জাঁকিয়ে বসেছে করোনা। এমন পরিস্থিতিতে আশার কথা শোনালেন WHO প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস। মারণ ভাইরাসের এই অতিমারীকে দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব বলেই দাবি তাঁর। মাস খানেকের মধ্যেই ঠিকমতো ব্যবস্থা নিতে পারলে দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব বলে আশাবাদী তিনি।




বিশ্বেই ২৫ থেকে ৩৯ বছর বয়সিদের মধ্যে দ্রুত সংক্রমণ ছড়াতে শুরু করেছে তা নিয়ে এক সাংবাদিক সম্মেলনে WHO প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস কার্যত উদ্বেগ প্রকাশ করেন। করোনার মৃত্যু ছোবলের দ্রুত বাড়তে থাকা ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আশার বাণী দিয়ে তাঁর কথায়, ‘‘এই অতিমারীকে মাস খানেকের মধ্যে নিয়ন্ত্রণে আনার উপায় রয়েছে আমাদের কাছে। তবে সেটা ধারাবাহিক ভাবে ও সমান ভাবে প্রয়োগ করতে হবে।’’




এদিনের এই ভার্চুয়াল সম্মেলনে পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ টিকা নিয়ে রাজনীতির অভিযোগ তোলেন। বলেন, ধনী দেশগুলি তাদের তরুণ প্রজন্মের টিকাকরণের ব্যবস্থা করতে পেরেছে। কিন্তু উন্নয়নশীল দেশগুলিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মানুষরা টিকা পাচ্ছেন না। কথায়, ‘‘এই পরিস্থিতিতে ধনী কিংবা দরিদ্র যে দেশের বাসিন্দা হোক না দেখে যে মানুষদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, তাঁদেরই টিকাকরণে অগ্রাধিকার পাওয়ার কথা।’’