Latest News

6/recent/ticker-posts

Ad Code

আজ চতুর্থ দফায় কোন কোন আসনে ভোট? জানুন বিস্তারিত


আজ চতুর্থ দফায় কোন কোন আসনে ভোট? জানুন বিস্তারিত 



আজ চতুর্থ দফায় জেলায় মোট ৪৪ আসনে ভোট। উত্তরবঙ্গের দুই জেলা কোচবিহার ও আলিপুরদুয়ার এবং দক্ষিণবঙ্গের তিন জেলা হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগণায় যথাক্রমে ৯, ১০ ও ১১ আসনে ভোট।




কোন কোন আসনে ভোট-


কোচবিহার (৯)- মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ।



আলিপুরদুয়ার(৫)- কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট।



দক্ষিণ ২৪ পরগণা (১১)- সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াব্রুজ।



হাওড়া (৯)-উত্তর হাওড়া, বালি, মধ্য হাওড়া, দক্ষিণ হাওড়া, শিবপুর, পাঁচলা, সাঁকরাইল, ডোমজুড়, উলুবেড়িয়া পূর্ব।


হুগলি (১০)- উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code