চতুর্থ দফার ভোটে কোন কোন হেভিওয়েটের লড়াই, দেখুন



আগামী কাল ১০ই এপ্রিল চতুর্থ দফায় নির্বাচন রাজ্যে। বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় প্রথম ভোট শুরু হচ্ছে উত্তরবঙ্গে। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, আলিপুরদুয়ার ও কোচবিহারের ৪৪ টি আসনে হবে ভোটগ্রহণ হবে এদিন। যাঁদের ভাগ্য নির্ধারিত হতে চলেছে তাঁদের একাংশই হেভিওয়েট। জেনে নেওয়া যাক কোন কোন হেভিওয়েটের ভাগ্য নির্ধারণ আগামীকাল-


রঞ্জি ট্রফির প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি লড়ছেন তৃণমূলের হয়ে। শিবপুর কেন্দ্র থেকে।

বেহালা পশ্চিম থেকে লড়ছেন বর্তমান শিক্ষামন্ত্রী এবং বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় অন্যদিকে তাঁর বিপরীতে বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

ডোমজুড় থেকে বিজেপির হয়ে লড়ছেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়

হুগলি জেলার চুঁচুড়া থেকে লড়ছেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি

সংযুক্ত মোর্চার হয়ে যাদবপুর আসন থেকে লড়ছেন সিপিআইএমের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তী।

টালিগঞ্জ থেকে লড়ছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিপরীতে বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সংযুক্ত মোর্চার হয়ে সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ।

সিঙ্গুর থেকে লড়বেন সিপিআইএমের সৃজন ভট্টাচার্য।

বালি থেকে লড়বেন বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া


দিনহাটা বিধানসভায় তৃণমূলের হয়ে লড়ছেন বর্ষীয়ান দাপুটে নেতা উদয়ন গুহ তাঁর বিপরীতে বিজেপির প্রার্থী কোচবিহার জেলা সাংসদ নিশীথ প্রামাণিক। 

শীতলকুচি বিধানসভা থেকে তৃণমূলের হয়ে লড়ছেন তৃণমূলের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়।