অভিষেক ব্যানার্জীর স্ত্রী ও শ্যালিকার ব্যাংক অ্যাকাউন্টে বিশাল অংকের আর্থিক লেনদেন!



কয়লা পাচার কাণ্ডে নয়া মোড়;এবার অভিষেকের স্ত্রী ও শ্যালিকার অ্যাকাউন্টে বিশাল অংকের অর্থের লেনদেন।কয়লাপাচার কাণ্ডে মূল অভিযুক্ত লালার সঙ্গী অশোক মিশ্রকে হেফাজতে নেওয়ার জন্য বিশেষ আদালতে এদিন আবেদন জানিয়েছে ইডি।



পাশাপাশি ইডি দিল্লির বিশেষ আদালতে জানিয়েছে কয়লা কাণ্ডে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জীর স্ত্রী ও শ্যালিকার ব্যাংক অ্যাকাউন্টে বিশাল অংকের আর্থিক লেনদেন হয়েছে।



আদালতে ইডির দাবি, ব্রিটেন ও থাইল্যান্ডে ওই টাকা পৌঁছে দেওয়া হয়েছিল। আদালতে ইডি এও জানিয়েছে যে, জেরার মুখে অশোক মিশ্র স্বীকার করেছেন যে অনুপ মাঝির থেকে পাওয়া টাকাই পৌঁছে দেওয়া হয় হাওয়ালার মাধ্যমে। যদিও একাধিক আইনজীবীর মতে অভিযুক্তের বয়ান অনুযায়ী ইডির এই দাবি তখনই আদালতে গ্রাহ্য হবে, যখন ওই অভিযোগের ভিত্তিতে সেই টাকা উদ্ধার হবে।



আদালতে এদিন ইডি যে চিঠি জমা দিয়েছে, তাতে দাবি করা হয়েছে যে জিজ্ঞাসাবাদের সময় অশোক মিশ্র জানিয়েছেন অভিষেক ঘনিষ্ট তৃণমূল নেতা হলেন বিনয়। তার কথায় বাধ্য হয়ে অভিষেক ব্যানার্জীর কোন এক কাছের আত্মীয়ের কাছে ১ থেকে দেড় কোটি টাকা তিনি হাওয়ালার মাধ্যমে লন্ডনে পাঠান। একই ভাবে টাকা পাঠানো হয়েছিল থাইল্যান্ডেও।



চিঠিতে ইডি-র আরও দাবি করা হয়েছে, অনুপের মাঝির অ্যাকাউন্টেন্ট নীরজ সিং-এর থেকে পাওয়া নথি ঘেঁটে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন কয়লা পাচার কাণ্ডে ২০২০ সালে ১০৯ দিনের মধ্যে ১৬৮ কোটি টাকা পেয়েছেন অশোক মিশ্র।