সরকারের সিদ্ধান্তে সরকার নেবে, তোলাবাজ নেবে নাঃ কৃষ্ণনগরের সভায় মোদী 


আপনারাও পড়বেন না। বাংলাকেও পড়তে দেবেন না। এত ভিড়। আজ কৃষ্ণনগরের সভায় প্রত্যয়ী ভাবে মোদী বলেন, 'এখন যদি আমাকে দেখতে না পান তাহলে ২ মে পর যখন বাংলায় বিজেপি সরকারের শপথে আসব তখন দেখে নেবেন। ২ মের পর বাংলায় আসল পরিবর্তন শুরু হবে।'



এদিন মোদী বলেন, তোষণকারী, তোলাবাজিদের মানুষ শিক্ষা দেবে। বছরের পর বছর রক্তপাত,গুন্ডাগিরি থেকে বেরিয়ে এসে শান্তির পথে চলবে বাংলা। এই পবিত্র মাটি মাফিয়াদের হাত থেকে মুক্ত হবে, অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত হবে। অভাব থাকবে না। বিজেপির ডবল ইঞ্জিন সরকার বাংলাকে নতুন দিক দেখাবে। আরও এক ধাপ এগিয়ে বলেন সরকারের সিদ্ধান্তে সরকার নেবে, তোলাবাজ নেবে না।প্রশাসনের সিদ্ধান্ত প্রশাসন নেবে, কোনও তোলাবাজ নেবে না। পুলিসের সিদ্ধান্ত পুলিস নেবে তোলাবাজ নেবে না।



তিনি আরও বলেন, দিদি কখনও নির্বাচন কমিশনকে গালি দিচ্ছেন, কখনও কেন্দ্রীয় বাহিনীকে গালি দিচ্ছেন, কখনও ইভিএমকে গালি দিচ্ছেন। পরিস্থিতি এমনই নিজের পার্টির পোলিং এজেন্টকে গালি দিচ্ছেন। দিদি এতটাই হতাশ যে বাংলার মানুষের বদনাম করছে।


কেন্দ্রীয় বাহিনী গোটা দেশে নিরপেক্ষ ভোট করায়। দিদি, সমস্য়া কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে নয়, সমস্যা আপনার হিংসার রাজনীতির। সমস্যা হল ছাপ্পা ভোট। কৃষ্ণনগরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে বিঁধলেন মোদী। দেখুন ভিডিও-