আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের ভোটপ্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা কমিশনের



আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের ভোটপ্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা কমিশনের



চলছে বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের মাঝেই বিতর্কিত মন্তব্যের জের ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি হল আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। সুজাতা মন্ডলের করা বিতর্কিত মন্তব্যের জেরে যে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। 


শুক্রবার নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডল খানকে রাজ্যের তফসিলি জাতি সম্প্রদায়ের বিষয়ে মন্তব্য করার জন্য একটি নোটিশ জারি করেছে। জানা গেছে, কেন্দ্রীয়মন্ত্রী মুখতার আব্বাস নকভীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়, সুজাতা এই সম্প্রদায়ের সদস্যদের “প্রকৃতির দ্বারা ভিক্ষুক” বলেছিলেন। 


সুজাতাকে বলতে শোনা যায়, ‘সব শিডিউল কাস্ট ভিখারি এরা। এদের কেবল দাও দাও। আমি বলেছিলাম, মমতাদি এত কিছু দিয়েছেন, তোমরা ভোটটা দেবে না কেন। কথায় বলে না, কেউ অভাবে ভিখারি, আর কেউ স্বভআবে ভিখারি।’


এর আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা রাহুল সিনহার ভোট প্রচারের নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন। এবার আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল সেই তালিকায়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ