এবার ২রা মে নির্বাচনের ফল গণনা নিয়ে নির্দেশিকা জারি কমিশনের 




করোনা কালে নির্বাচন নিয়ে মাদ্রাজ হাইকোর্টে জোর ধাক্কার পর ভোটের ফল ঘোষনার পর বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন। এবার ২রা মে নির্বাচনের ফল ঘোষনা নিয়ে নির্দেশিকা জারি কমিশনের। এদিন নির্দেশিকা জারি করে কোভিড পরিস্থিতিতে কিভাবে ফল গননা হবে তা জানালো কমিশন। 



প্রত‍্যেক কাউন্টিং সেন্টারে DEO যে নোডাল অফিসার থাকবে তাঁকে সকল কোভিড নরমস নিশ্চিত করতে বলা হয়েছে। 

পাশাপাশি নির্দেশিকায় আরো জানানো হয়েছে, প্রার্থী / এজেন্টকে কাউন্টিং হলে প্রবেশের ক্ষেত্রে অবশ‍্যই RT-PCR/RAT test অথবা ভ‍্যাকসিনের দুটি ডোজ অথবা RT-PCR/RAT test এর নেগেটিভ রিপোর্ট বা গণনার ৪৮ ঘন্টা আগের ভ‍্যাকসিনেশন রিপোর্ট দেখাতে হবে। কাউন্টিং-র আগের দিন DEO প্রার্থী বা এজেন্টের PCR/RAT test করানোর ব‍্যবস্থা করবে। 


গণনা আরম্ভের পর কাউন্টিং সেন্টারের আশেপাশে জমায়েত নিষিদ্ধ বলেই জানিয়েছে বিজ্ঞপ্তিতে।

কাউন্টিং হল বড় রাখতে বলা হয়েছে যাতে সোশ‍্যাল ডিস্ট‍্যান্স মানা সম্ভব হয়। এবং পর্যাপ্তভেন্টিলেটর, জানালা, ফ‍্যান থাকা আবশ‍্যক। 

গণনা কেন্দ্রগুলি আগে, সময় এবং পরে জীবাণুমুক্ত করতে হবে।

EVM/VVPAT এর বাক্স স‍্যানিটাইজ করতে হবে। 

কাউন্টিং হলে প্রবেশের ক্ষেত্রে সকলের থার্মাল স্ক‍্যানিং বাধ‍্যতামূলক বলেই জানানো হয়েছে। 

স‍্যানিটাইজার, সাবান, জল এর পর্যাপ্ত ব‍্যবস্থা থাকতে হবে। কাউন্টিং হলে ঢোকার সময় স‍্যানিটাইজ করে প্রবেশ করতে হবে। 

NDMA/SDMA এর কোভিড বিধি অনুসারে সোশ‍্যাল ডিসট‍্যান্সিং মানতে হবে। 

গণনা করার জন্য পর্যাপ্ত সংখ্যক পিপিই কিট থাকতে হবে। এজেন্ট / প্রার্থী গণনা এজেন্টদের বসার ব্যবস্থা এমনভাবে তৈরি করা উচিত যে ২ টি এজেন্সি এজেন্টের মধ্যে ১ এজেন্ট পিপিই পরা হতে হবে।


সকলকে মাস্ক, গ্লাভস, ফেস শিল্ড, স‍্যানিটাইজার  বাধ‍্যতামূলক। 

জয়ী শংসাপত্র গ্রহণ করতে দুইজনের বেশি মানুষ রিটার্নিং অফিসারের কাছে যেতে পারবে না। 

আরো বিস্তারিত জানতে অবশ‍্যই কমিশনের বিজ্ঞপ্তি দেখুন: