হাসপাতাল থেকে চুরি করা কোভিড-১৯ ভ্যাকসিন ফিরিয়ে দিলো চোর-সাথে একটি চিঠি

হাসপাতাল থেকে চুরি করা কোভিড-১৯ ভ্যাকসিন ফিরিয়ে দিলো চোর-সাথে একটি চিঠি 

credit: ANI


গতকাল হরিয়ানার ঝিন্দের একটি হাসপাতালের স্টোররুম থেকে করোনা ভ্যাকসিনের (Covid-19 Vaccine) ৭১০টি ডোজ চুরি হয়ে যায়। আর তারপরই চাঞ্চল্য তৈরি হয় হাসপাতাল চত্ত্বরে।

ঘটনায় প্রকাশ বুধবার রাতে ঝিন্দের সরকারি হাসপাতালের স্টোররুমের দরজা ভেঙে ২ ‌জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢোকে। তারপর কোভিশিল্ডের ১৮২টি ও কোভ্যাক্সিনের ৪৪০টি ডোজের বাক্স নিয়ে পালিয়ে যায়। ওই চোরেরা স্টোররুমের চারটে তালা ভাঙে ও ফ্রিজারের লকও ভাঙে।

বৃহস্পতিবার সকালে হাসপাতালে স্টোররুম ঝাড়ু দিতে এসে ভাঙা লক দেখে ঝাড়ুদার খবর দেয় হাসপাতালের নার্সিং কর্মীদের। পরে দেখা যায় স্টোররুম ভেঙে ভ্যাকসিন চুরি করে নিয়ে যাওয়া হয়েছে।

কিন্তু এখানেই শেষ নয়। হাসপাতালের সামনে একটি চায়ের দোকানের সামনে হারিয়ে যাওয়া ভ্যাকসিনের প্যাকেট রেখে যায় চোরেরা। সাথে একটি চিঠি। যেখানে লেখা ছিলো- "দুঃখিত, আমি জানতাম না এগুলি করোনার ভ্যাকসিন ছিল।"

Post a Comment

thanks