শীতলকুচি কাণ্ডে ৫ই মে-র মধ্যে সিআইডি রিপোর্ট তলব হাইকোর্টের


কোচবিহারের শীতলকুচি কাণ্ডে ৫ই মে-র মধ্যে সিআইডি রিপোর্ট তলব করলো হাইকোর্ট। জানা যাচ্ছে, সরকারী আইনজীবী আদালতে জানিয়েছেন মাথাভাঙায় থানায় এই ঘটনার একটি মামলা রুজু হয়েছে। রাজ্য সরকার ঘটনার সিআইডি তদন্ত করানোর সিদ্ধান্ত নিয়েছে। এরপরেই ৫ই মে-র মধ্যে সিআইডি-র রিপোর্ট পেশ করার কথা জানায় হাইকোর্ট।


আরও জানা গেছে, গত সোমবার হাইকোর্টে শীতলকুচির ঘটনার দোষীদের শাস্তির আর্জি জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এই মামলার প্রেক্ষিতে হাইকোর্টে মামলার শুনানি। তিনি নিহতদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ ও ঘটনার অবিলম্বে তদন্ত ও কেন্দ্রীয় বাহিনীর যে কোম্পানিকে নির্বাচন কমিশন সেখানে মোতায়েন করেছিল, সেই কোম্পানিকে বকেয়া নির্বাচনী প্রক্রিয়া থেকে নিষিদ্ধ করার আর্জিও জানানো হয়।


ক্ষতিপূরণের ব্যাপারে কোনও আপত্তি নেই বলেই জানিয়েছে কমিশনের আইনজীবী তবে তা কিন্তু কোনও রাজনৈতিক নেতানেত্রীর হাতে তা দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছে কমিশন।স্থানীয় থানার কাছে নথি চেয়ে পাঠিয়েছেন তদন্তকারী অফিসাররা। সূত্রের খবর, আজই তদন্তের দায়িত্ব নেবেন তাঁরা। টিম গঠন করে দ্রুতই ঘটনাস্থলে যাবে সিআইডি।