Latest News

6/recent/ticker-posts

Ad Code

রক্তাক্ত শীতলকুচি, নির্বাচনের বলি ৪, আহত ৪




রক্তাক্ত শীতলকুচি, নির্বাচনের বলি মৃত ৪, আহত ৪




চতুর্থ দফার ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত শীতলকুচি। সকালেই শীতলকুচির পাগলাপীর গ্রামে ভোটের লাইনেই গুলি চলে প্রান হারান একজন। একে একে বিভিন্ন জায়গায় বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি। এদিকে জোড়া পাটকিতে ১২৬ নম্বর বুথের বাইরে সকালে গুলি চলে। সেখানে নিহত ৪ এবং আহত আরও ৪। ১৮ বছরের যুবক আনন্দ বর্মনের মৃত্যু খবর পাওয়া পর ফের গুলি চলার খবর পাওয়া গেছে। গুলি চালানোর অভিযোগ উঠেছে সিআরপিএফের বিরুদ্ধে। বিনা প্ররোচনায় কেন্দ্রীয় বাহিনী গুলি চালায় বলে অভিযোগ।



ইতিমধ্যে গোটা ঘটনার রিপোর্ট চেয়েছে কমিশন বলেই খবর। নিরাপত্তার দায়িত্বে থাকা সিএপিএফ বাহিনী কেন গুলি চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। গত কয়েকদিন ধরেই একের পর এক রাজনৈতিক হিংসার ঘটনায় শিরোনামে ছিল কোচবিহারের শীতলকুচি। গত বুধবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আক্রান্ত হন শীতলকুচিতে। থমথমে পরিস্থিতি ভোটের দিনে অন্য হিংসার চেহারা নিল গুলি চলার ঘটনায়।




পাগলাপীর, জোড় পাটকিতে গুলি চলার ঘটনা। পাশাপাশি পাঠানটুলিতে বিজেপি -তৃণমূল সংঘর্ষের খবর পাওয়া গেছে। এদিকে নিরাপত্তা বাহিনীর গুলি চালানো নিয়ে ক্ষোভ প্রকাশ করে শীতলকুচির তৃণমূল প্রার্থী পার্থ প্রতিম রায় সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, "বুথ পাহারার নামে বিজেপির দালালি করতে গিয়ে নির্বাচন কমিশনের সেন্ট্রাল ফোর্স (সি.আই.এস.এফ) চারজন নিরীহ ভোটারকে গুলি করে মেরে ফেলল। বুথ নং ৫/১২৬ নং বুথ, জোড়পাটকি, কাজীপাড়া।।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code