সাহস থাকলে পূর্ণাঙ্গ অডিয়ো টেপ প্রকাশ করুক- BJP, ১০০ পেরোবে না, অমিত মালব্যের অডিয়ো নিয়ে পাল্টা পিকের




বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের পোস্ট করা অডিয়ো টেপ নিয়ে মুখ খুললেন তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোর। চতুর্থ দফার ভোটের দিন সকালে একটি অডিয়ো টেপ নিয়ে তীব্র জল্পনা ক্লাব হাউস রুমে প্রশান্ত কিশোরের সঙ্গে দিল্লির সাংবাদিকদের কথোপকথনের একাংশ টুইট করে অমিত মালব্য। এরপরেই প্রশান্ত কিশোর পুরো অডিও টেপ প্রকাশ্যে আনার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।




সেখানে প্রশান্ত কিশোরের মুখে শোনা যাচ্ছে, তাঁর সমীক্ষা অনুযায়ী, রাজ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষই বিজেপিকে সরকারকে দেখতে চান। দুই তৃতীয়াংশ বাম সমর্থকও বিজেপিকে চায়। এরপরেই শুরু হয় জল্পনা। অডিয়ো ক্লিপের সত্যতা স্বীকার করলেও প্রশান্তের দাবি, এটি একটা অংশ। পারলে পুরো অডিও ক্লিপটা পোস্ট করুক বিজেপি। পাশাপাশি চ্যালেঞ্জ ছুড়ে দেন। লেখেন, পশ্চিমবঙ্গে বিজেপি একশোটা আসন পার করতে পারবে না।




প্রশান্ত কিশোর টুইটারে লিখেছেন,'খুশি হয়েছি এটা জেনে, বিজেপি নিজের নেতাদের চেয়ে আমার কথায় বেশি গুরুত্ব দিচ্ছে। বেশি মাতামাতি না করে সাহস থাকলে পূর্ণাঙ্গ অডিয়ো ক্লিপ প্রকাশ করুক ওরা। আমি আগেও বলেছি, এবারও বলছি, পশ্চিমবঙ্গে ১০০ পেরেবো না বিজেপি।'