ফের ব্যাটিং ব্যর্থতা, পাঞ্জাবের কাছে বড়ো ব্যবধানে হার মুম্বইয়ের
ফের আগের ম্যাচের পুনরাবৃত্তি। গত মঙ্গলবার দিল্লির বিরুদ্ধে বেশি রান তুলতে না পেরে হারতে হয়েছিলো। আজও পাঞ্জাবের সামনে বড়ো রানের টার্গেট দিতে পারলো না মুম্বইয়ের তারকাখচিত ব্যাটিং লাইনআপ। মাত্র ১ উইকেট হারিয়েই মুম্বইয়ের দেওয়া ১৩২ রানের টার্গেট অতিক্রম করে পাঞ্জাব।
প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান কুইন্টন ডিকক (৩)। রোহিত শর্মা একদিকে ধরে খেললেও অপরদিকে ক্রমাগত উইকেট পড়তে থাকে। সূর্যকুমার যাদব (২৭ বলে ৩৩) এবং পোলার্ড (১২ বলে ১৬) কিছুটা প্রতিরোধ গড়ে তুলে দলের রান ১৩১ এ পৌঁছে দেন। রোহিত শর্মা ২টি ছয় ও ৫টি চারের সাহায্যে ৫২ বলে ৫৩ রান করেন। পাঞ্জাবের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মহম্মদ শামি এবং রবি বিষ্ণই।
জবাবে ব্যাট করতে নেমে মায়াঙ্ক আগরওয়ালের (২০ বলে ২৫) উইকেট হারিয়ে প্রয়জনীয় রান তুলে নেয় পাঞ্জাব। ক্রিস গেইলকে (৩৫ বলে অপরাজিত ৪৩) সঙ্গে নিয়ে ম্যাচ শেষ করেন ম্যাচের সেরা কে এল রাহুল। ৩টি করে চার ও চারের সাহায্যে তিনি ৫২ বলে ৬০ রান করে নটআউট থাকেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊