‘রাধে’র ছবি বয়কটের ডাক দিল সুশান্ত অনুরাগীরা!ট্রেন্ডিং ‘বয়কট রাধে’ হ্যাশট্যাগ
সম্প্রতি ট্রেলার মুক্তি পেয়েছে রাধে সিনেমার।ট্রেলার প্রকাশ্যে আসার ২৪ ঘণ্টার মধ্যেই বিতর্কে বলিউড অভিনেতা সলমন খানের ‘রাধে’ সিনেমাা।
টুইটারে ছবিটি বয়কটের ডাক দিলেন সুশান্ত সিং রাজপুতের অনুরাগীরা। ট্রেন্ডিং ‘বয়কট রাধে’ হ্যাশট্যাগ।
সালমান খানের এই সিনেমা ১৩ মে সিনেমা হলের দর্শকদের পাশাপাশি ‘জি প্লেক্স’ এবং ‘জি ফাইভ’ ওয়েব প্ল্যাটফর্মেও দেখা যাবে ছবিটি। তার আগে বৃহস্পতিবার সকাল এগারোটায় ছবির ট্রেলার প্রকাশ করেন সলমন খান।
৬৮ লক্ষেরও বেশি মানুষ ইউটিউবে ট্রেলারটি দেখে ফেলেছেন। প্রায় ৪০ লক্ষ মানুষ আবার অপছন্দও করেছেন।
অনেকেই এরই মধ্যে নেটদুনিয়ার সিনেমার বিরুদ্ধে সরব হয়েছেন। কেউ লিখেছেন, “সলমন খান কেরিয়ার নষ্ট করার জন্য বিখ্যাত এবং সুশান্তের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। অরিজিৎ সিং, বিবেক ওবেরয়, অভিনব কশ্যপদের কেরিয়ারও শেষ করার চেষ্টা করেছেন সলমন।”
কেউ আবার বলিউডের ‘মাফিয়া’দের শিক্ষা দিতে ‘রাধে’ বয়কটের ডাক দিয়েছেন। এমনই অনেক টুইট করা হয়েছে ‘রাধে’র বিরুদ্ধে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊