Latest News

6/recent/ticker-posts

Ad Code

COVID ভ‍্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী




COVID ভ‍্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী


আজ সকালে দিল্লির এমস-এ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টিকার দ্বিতীয় ডোজ নিয়ে প্রধানমন্ত্রী টিকা নেওয়ার ছবি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে মানুষকে টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহ দেন প্রধানমন্ত্রী। গত মার্চে দেশে তৈরি ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। এরপর আজ দ্বিতীয় ডোজ নিলেন তিনি। 




এদিন সোশ্যাল হ্যান্ডেলে মোদী লেখেন, "আজ কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ এমস-এ নিলাম। 

করোনাকে হারাতে টিকা অন্যতম একটি উপায়। 

আপনারা যদি টিকা নেওয়ার উপযুক্ত, তাড়াতাড়ি নিয়ে নিন। CoWin.gov.in-এ নিজের নাম নথিভুক্ত করুন।"

সাথে জুড়ে দেন ভ্যাকসিন নেওয়ার ছবি। 




ভ্যাকসিন আবিষ্কার ও প্রয়োগ শুরু হলেও সারা দেশে ফের মাথা চাড়া দিয়েছে করোনা। সংক্রমণের উর্ধ্বগতি সংক্রান্ত আশঙ্কার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী আজ নরেন্দ্র মোদি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী বলেই খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code