লকডাউন নিয়ে কি ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? 


করোনা পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁচ্ছাছে। ইতিমধ‍্যে বেশ কিছু রাজ‍্যে ফের সাময়িক লক ডাউন জারি হয়েছে। এমন পরিস্থিতিতে আজ দেশবাসীর উদ্দেশ‍্যে ভাষন দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের কি লকডাউন? চলছিল কানাকানি! চলছিল জল্পনা! ফলে মোদীর ভাষনের দিকেই নজর ছিল সারা দেশের মানুষের। প্রত‍্যাশামতো লকডাউন নিয়ে কথা তোলেন মোদী। 




এদিন একদিকে যেমন লকডাউন না করার কথা জানান তেমনি জিইয়ে রাখলেন জল্পনাও। এদিন তিনি বলেন, লকডাউন এড়ানোর জন‍্য সব ব‍্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ যেন লকডাউন না করতে হয় তাই সব রকম ব‍্যবস্থা করা হচ্ছে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা গেলে লকডাউন করাও হতে পারে এমনটাই ইঙ্গিত দিলেন তিনি। বললেন, লকডাউন সর্বশেষ অস্ত্র। অর্থাৎ যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা যায় তবে লকডাউনকেই বেছে নিতে হবে। 




এদিন পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ‍্যে বার্তা দেন তিনি। শ্রমিকদের শহর না ছাড়া পরামর্শ দিয়ে কোভিডের বিরুদ্ধে লড়াই করার নিধান মোদীর। পাশাপাশি রাজ‍্য সরকারকে শ্রমিকদের সহযোগিতার করার কথা বলেন। এর সাথে সাথে সকল মানুষকে ঘর থেকে না বেড়োনোর পরামর্শ দেন।