করোনা পরিস্থিতি নিয়ে জাতীর উদ্দেশ্যে ভাষন দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
আজ করোনা পরিস্থিতি নিয়ে জাতীর উদ্দেশ্যে ভাষন দিচ্ছেন প্রধানমন্ত্রী। গত কয়েকদিন ধরে লাগাতার করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে আতঙ্কে দেশবাসী। ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকেরা ঘরে ফিরতে উদ্যোগী হয়েছে। দিল্লীতে ছয়দিনের লক ডাউন ঘোষনার পর বাস স্ট্যান্ড গুলিতে ভিড় দেখা গেছে। এমন পরিস্থিতিতে আজ জাতীর উদ্দ্যেশে ভাষন দিচ্ছেন প্রধানমন্ত্রী।
ভাষনের শুরুতেই মোদী বলেন, সারা দেশ লড়ছে। আমাদেরকে যেভাবে হোক পার করতেই হবে। পাশাপাশি দেশের সব ডাক্তার, মেডিক্যাল ও প্যরা মেডিক্যাল স্টাফ, অ্যাম্বুলেন্স, পুলিশ কর্মী, সবাইকে ধন্যবাদ জানান মোদী। করোনা পরিস্থিতিতে অক্সিজেন সংকট মেটাতে ও ঔষধ উৎপাদনে বেশি পরিমানে জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘বিশ্বের সবচেয়ে সস্তা ভ্যাকসিন উৎপাদন করছে ভারত । প্রবীণরা ভ্যাকসিন পাচ্ছেন, এটা লড়াইয়ে বড় শক্তি । ১৮ বছর পেরোলেই ভ্যাকসিন পাবেন, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো হচ্ছে, কেন্দ্র-রাজ্যের উদ্যোগে শ্রমিকরাও ভ্যাকসিন পাবেন’
এদিন পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বার্তা দেন তিনি। শ্রমিকদের শহর না ছাড়া পরামর্শ দিয়ে কোভিডের বিরুদ্ধে লড়াই করার নিধান মোদীর। পাশাপাশি রাজ্য সরকারকে শ্রমিকদের সহযোগিতার করার কথা বলেন। এর সাথে সাথে সকল মানুষকে ঘর থেকে না বেড়োনোর পরামর্শ দেন। তিনি আরো বলেন, লকডাউন এড়ানোর সবরকম ব্যবস্থা করা হচ্ছে। করোনা মোকাবিলায় লকডাউন সর্বশেষ অস্ত্র বলেও জানান মোদী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊