শীতলকুচির ঘটনায় দুঃখ প্রকাশ করে শিলিগুড়ির সভায় মমতাকে বিঁধলেন মোদী
শিলিগুড়িতে জনসভা থেকে শীতলকুচিতে গুলি চলার ঘটনায় দুঃখপ্রকাশ করলেন নরেন্দ্র মোদি। অত্যন্ত দুঃখজনক বলে অভিহীত করেন তিনি। দুঃখ প্রকাশের পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি। তাঁর দাবি, এবার রাজ্যে তৃণমূল সরকার বিদায় নিচ্ছে। আসছে বিজেপি সরকার।
এদিন মোদী বলেন, বিজেপির সমর্থন দেখে দিদি ও তাঁর গুন্ডাদের ভয় পেয়ে গিয়েছে। কুর্সি বিদায় আসন্ন বুঝে দিদি এতটা নীচে নেমেছে। কিন্তু দিদি, টিএমসি, গুন্ডাদের সাফ বলে দিতে চাই, দিদি আর টিএমসির মনমানি বাংলায় চলতে দেওয়া যাবে না। দিদি এই হিংসা, লোককে সুরক্ষাবাহিনীর বিরুদ্ধে উসকানো, ভোটপ্রক্রিয়া রুখে দেওয়ার চেষ্টা, এসব আপনাকে বাঁচাবে না। ১০ বছরের কুকর্ম হিংসায় বাঁচাতে পারবেন না।' যোগ করেন মোদী।
খোঁচা দিয়ে মোদী বলেন, 'দিদি আপনি বাংলার লোকের ভাগ্য বিধাতা নন। তাই বাংলার লোক সিদ্ধান্ত নিয়েছে, আপনাকে যেতেই হবে। বাংলার জনতা আপনাকে বের করেই দম নেবে।' মোদী আরও বলেন, আপনি একা যাবেন না। আপনার পুরো টিমকেই এই জনতা সরিয়ে দেবে। তুষ্টিকরণের রাজনীতি বিদায় নেবে বলেও আক্রমণ করেন মোদী।
উত্তরবঙ্গবাসীর উদ্দেশে নরেন্দ্র মোদি বলেন, উত্তরবঙ্গ ভারতমায়ের গলায় এক ভব্য মালা। আলাদা ভাষা জাতি বিভিন্ন সম্প্রদায়ের লোক আলাদা আলাদা ফুলের মতো এক মালায় গাঁথা। নমস্কার উত্তরবঙ্গ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊