কাল শীতলকুচিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়


আজ ভোট কোচবিহারে। চতুর্থ দফার ভোটের পরেরদিনেই ফের কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ দফার ভোটের সকালেই উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি। সকালেই শীতলকুচির পাগলাপীর এলাকায় ভোটের লাইনেই গুলি হয়ে প্রান হারায় এক নতুন ভোটার। এখানেই শেষ নয়। একে একে উত্তপ্ত হয় একাধিক বুথ।




এদিকে শীতলকুচির জোড়পাটকী এলাকারা বুথে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রান হারায় ৪ জন ভোটার। পাশাপাশি আহত হয় আরও ৪। এরপরেই তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। এদিন তৃণমূলের এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কাল কালো ব্যাচ পড়ে কালা দিবস পালন করবে তৃণমূল।




পাশাপাশি, জানা যাচ্ছে শীতল কুচি কাণ্ডের মৃতদের বাড়িতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, পরিবারের লোক জনের সঙ্গে কথা বলবেন বলেই খবর। আজ বনগাঁর সভা থেকে শীতল্কুচি কান্ড নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি, পাশাপাশি বিজেপি - অমিত শাহকে আক্রমণ করেন।