দিদি মুসলিমদের একহতে বলেন আমরা বললে নোটিশ আসতো: কোচবিহারে নরেন্দ্র মোদী




দিদি মুসলিমদের একহতে বলেন আমরা বললে নোটিশ আসতো: কোচবিহারে নরেন্দ্র মোদী



আজ কোচবিহারে নির্বাচনী জনসভা করেন নরেন্দ্র মোদী। এদিনের জনসভায় দাঁড়িয়ে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন তিনি। কোচবিহারের জনসভায় মমতার বিরুদ্ধে মেরুকরণের অস্ত্রে আঘাত হেনে মোদী বলেন, আপনি বললেন, সব মুসলিম এক হয়ে যাও। ভোট ভাগতে করতে দিও না। দিদি এটা আপনাকে বলতে হচ্ছে কারণ আপনিও বুঝে গিয়েছেন মুসলিম ভোটব্যাঙ্কও আর আপনার হাতে নেই। মুসলিমরাও দূরে চলে গিয়েছে। তাই সর্বসমক্ষে আপনাকে বলতে হচ্ছে। এতে স্পষ্ট, আপনি ভোটে হারছেন।'




এদিন তিনি আরও যোগ দেন, আপনার ব্যবহারই বলে দিচ্ছে, আপনি হেরে গেছেন। আপনি ময়দান ছেড়েছেন। যখন আপনার দলের লোক বলে আপনি বারাণসী থেকে লড়বেন, তাতেই স্পষ্ট বাংলা থেকে তৃণমূল যাচ্ছে। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার সমালোচনা নিয়ে মুখ খোলেন মোদী। তিনি বলেন, "দিদি আপনি কমিশনকে গাল দিচ্ছেন। যে নির্বাচন কমিশনের জন্য আপনি ক্ষমতায় আসতে পেরেছেন, আজ সেই কমিশনকে গাল দিচ্ছেন। নাগরিকদের ইচ্ছে ইভিএমে বন্দি হয়। এখন দিদির ইভইএমেও আপত্তি। যখন কমিশনকে গাল, ইভিএমকে গাল, এতে স্পষ্ট আপনি হারছেন।"




মোদি বলেন, "দিদি আপনি মুখ্যমন্ত্রী। এখানে ৮০ শতাংশের ওপর পোলিং হচ্ছে, আর আপনি হাহুতাশ করছেন। এটাই বলে আপনি হারছেন। বিজেপির rally-তে লোক হচ্ছে। দিদি বলে আপনারা টাকার জন্য এসেছেন। দিদি অপমান করেছেন। সাজা দেবেন তো। কমল দাবিয়ে দিদিকে সাজা দিন।" দেখুন ভিডিও-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ