মাথাভাঙা কেন্দ্রের প্রার্থীকে আক্রমন, অভিযোগ বিজেপির দিকে, প্রতিবাদে ধর্না মহকুমা অফিসে
মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গিরীন্দ্রনাথ বর্মনের ওপর আক্রমণ। অভিযোগের তীর বিজেপির দিকে। এর প্রতিবাদে মাথাভাঙা মহকুমা শাসকের সামনে ধরনায় বসেছেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ প্রতিম রায়। তাঁর অভিযোগ, প্রচার সেড়ে মিটিং করে বাড়ি ফেরার সময় গিরিন্দ্রনাথ বর্মনের ওপর হামলা চালায় বিজেপির গুণ্ডা বাহিনী। তার প্রতিবাদেই ধরনায় বসেছেন তাঁরা।
এদিন ধর্না মঞ্চ থেকেই রাজ্যে নির্বাচন চলাকালীন হিংসা নিয়ে কমিশনকে তোপ দাগেন পার্থ প্রতিম রায়। পাশাপাশি বিজেপিকেও আক্রমণ করেন তিনি। এই ঘটনার সাথে জড়িত রয়েছে বিজেপি বলেই অভিযোগ পার্থর। পাশাপাশি যতক্ষন পর্যন্ত দোষীদের গ্রেফতার করা হবে না ততক্ষন ধর্না চালিয়ে যাবেন বলেই জানান পার্থ প্রতিম রায়।
পাশাপাশি, যদি শীঘ্রই কোনো ব্যবস্থা প্রশাসন বা নির্বাচন কমিশন না নেয় তবে কাল থেকে জেলার বিভিন্ন জায়গায় জায়গায় এই ধর্না কর্মসূচি চলবে বলেও হুশিয়ারি দেন তিনি।
দীর্ঘক্ষন ধর্না চলার পর ধর্নাস্থলে হাজির হন কোচবিহার জেলার অপর এক দাপুটে নেতা রবীন্দ্রনাথ ঘোষ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊