Latest News

6/recent/ticker-posts

Ad Code

বর্ধমান কোর্ট চত্বরে বিশ্রামাগার করার প্রতিশ্রুতি সংযুক্ত মোর্চার প্রার্থী পৃথা তা-র



বর্ধমান কোর্ট চত্বরে বিশ্রামাগার করার প্রতিশ্রুতি সংযুক্ত মোর্চার প্রার্থী পৃথা তা-র 


বিধানসভা নির্বাচনে জয়ী হলে কোর্টে আসা মানুষদের জন্য করাহবে সুন্দর বিশ্রামাগার। আজ বর্ধমান কোর্ট চত্বরে এসে একথা বলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী পৃথা তা।


বিধানসভা নির্বাচনে জয়ের আশায় বুধবার বর্ধমান আদালত চত্বরে আসেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী পৃথা তা, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী চন্ডিচরন লেট,ভাতার বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী নজরুল হক।আজ তারা বর্ধমান আদালত চত্বরে সমস্ত আইনজীবী দের কাছে ভোট চাইতে যান। প্রার্থীদের দেখে উৎসাহের সাথে সাদরে গ্রহণ করেন তাদের। ভোটের দাবী জানিয়ে আদালত চত্বরে বার এসোসিয়েশনে যান সংযুক্ত মোর্চার প্রার্থীরা। 


বার এসোসিয়েশন প্রার্থীদের ডাবের জল খাওয়ান আইনজীবীরা।সেখানে বার এসোসিয়েশন সাধারন সম্পাদক সদন তা সংযুক্ত মোর্চার প্রার্থী পৃথা তা কে তাদের সমস্যার কথা জানান।আইনজীবীদের সমস্যার কথা শোনার পর পৃথা তা বলেন যদি এই নির্বাচনে তিনি সফল হন তাহলে আইনজীবীদের সমস্ত সমস্যা দুর করাহবে। পাশাপাশি আদালত চত্বরে আসা ব্যক্তিদের জন্য করা হবে সুসজ্জিত বিশ্রামাগার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code