"আমার পঞ্চায়েত ভোটেও এত লোক মারা যায়নি" শীতলকুচি কাণ্ডে অমিত শাহের পদত্যাগের দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় 



শীতলকুচির জোড় পাটকিতে গুলি চালনার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকেই আঙুল তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার চক্রান্তকারী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তুলে আনলেন পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ। এর সাথে সাথে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিও তোলেন এদিন মমতা।



নেত্রী বলেন, ''আজকে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। ভোটের লাইনে দাঁড়ানো পাঁচজনকে গুলি করে মেরেছে দিল্লির পুলিশ। আমার ৫টা ভাইকে মেরে দিয়ে বলছে, গ্রামবাসীরা নাকি বন্দুক কাড়তে এসেছিল। লজ্জা করে না, গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপি তোমার।অমিত শাহ তোমার পদত্যাগ করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে তুমি এই ঘটনার চক্রান্তকারী।''



পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ টেনে মমতা বলেন, "আমার পঞ্চায়েত ভোটেও এত লোক মারা যায়নি। যা আজকের ভোটে হয়েছে।একদিনে ২০ জন মারা গিয়েছে। যাদের মধ্যে তৃণমূল কংগ্রেসেরই ১৩জন রয়েছেন। যারা গুলি করে লোক মারে তাদের ভোট দেবেন ? ওরা ভোট পাবে না বলেই ভয় দেখাচ্ছে, গুলি চালাচ্ছে।''



তিনি বলেন, ''আমি অনেকদিন ধরে বলছি, সিআরপিএফ অত্যাচার করছে। আমি সিআরপিএফ-এর বিরুদ্ধে নই। কিন্তু বিএসএফ, সিআইএসএফ অত্যাচার করছে।" তাঁর আরও অভিযোগ, গ্রামে গ্রামে মেয়েদের ওপর অসম্মান,অত্যাচার হচ্ছে।ছেলেমেয়েদের ভয় দেখানো হচ্ছে।বলছে, বিজেপিকে ভোট দাও।