আপাতত বাতিল মমতার শীতলকুচি সফর, কাল যাবেন মাথাভাঙা হাসপাতাল 




কাল মমতার শীতলকুচি সফর, এমধটাই ছিল খবর। কিন্তু আপাতত শীতলকুচি সফর বাতিল করলেন মমতা। তবে যাবেন মাথাভাঙা হাসপাতাল। সেখানেই দেখা করবেন শীতলকুচি কাণ্ডে নিহতদের পরিবারের সাথে। 




চতুর্থ দফার ভোটে কোচবিহারের শীতলকুচিতে পাঁচজন প্রাণ হারান। যার মধ‍্যে চারজন প্রাণ হারায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। ঘটনার খবর পেয়েই পরেরদিন শীতলকুচি যাবেন বলেই ঘোষনা করেন। কিন্তু নির্বাচন কমিশন ৭২ ঘন্টা রাজনৈতিক নেতা নেত্রীদের কোচবিহারের ভৌগোলিক অঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কমিশন। ফলে কার্যত সফর বাতিল করতে হয় মমতাকে। 




কমিশনের ঘোষনার পরে হুঙ্কারের সুরেই টুইট করে জানান, ওরা তিনদিন আটকাবে কিন্তু চতুর্থদিন আমি যাবোই। সেই হিসেবেই কালকেই শীতলকুচি আসার কথা ছিল মমতার। কিন্তু অবশেষে শীতলকুচি সফর বাতিল করে কাল মাথাভাঙা হাসপাতাল যাবেন মমতা বন্দোপাধ‍্যায়। আর ভোটের পর যাবেন শীতলকুচিতে। ঘটনার পরেই সভা থেকে বারেবারে তৃণমূলনেত্রী মমতা বন্দোপাধ‍্যায় ও অভিষেক বন্দোপাধ‍্যায় ২রা মে সরকার গঠনের পর শীতলকুচির ঘটনার তদন্ত করবেন বলেও প্রতিশ্রুতি দেন।