বৈশাখী সাজে অভিনেত্রী কোয়েল মল্লিক
বিদায় বিদায় ১৪২৭, স্বাগতম ১৪২৮। ১৪ এর ডবল ২৮। দ্বিগুণ হোক আনন্দ- উৎসব, দ্বিগুণ হোক নতুন বছরের আগামিদিন। বাঙালি ব্যস্ত নতুনকে স্বাগতম জানাতে। আজ নববর্ষ। উৎসবে মেতে বাঙালি। ১৪২৭-কে বিদায় জানিয়ে ১৪২৮-কে বরণ করে নিয়ে নতুন পথে নতুন করে চলার অঙ্গীকার করছে বাঙালি। চলছে দিকে দিকে উৎসব আনন্দ। মজে আছে দিনভর উল্লাসে। তবুও করোনার কোপ পড়েছে নববর্ষে। অনেকটা ঝিমিয়ে দিয়েছে। উদযাপন যেন ম্রিয়মাণ।যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করেই নববর্ষ উদযাপন করছে বাঙালি।
নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার সকালেই সকলকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে কোয়েল লিখেছেন, ''নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক জীবনের প্রতিটি মুহূর্তকে, সমৃদ্ধে ও আনন্দে ভরে উঠুক আগামীর দিনগুলো। শুভ নববর্ষ''।
হালকা সাদা শাড়ি, হলুদ ব্লাউজ, খোলা চুল, আর হালকা গয়নায় এক্কেবারে পারফেক্ট বৈশাখী সাজে সোশ্যাল হ্যান্ডেলে নিজের ছবি শেয়ার করেছেন কোয়েল। বৈশাখী সাজে তাঁত-জামদানি, লিনেন-খাদি, প্রিন্টেড সুতির শাড়ি কিংবা ব্লক প্রিন্টও এক্কাবারেই পারফেক্ট।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊