টানা হারের পর অবশেষে পাঞ্জাবের বিরুদ্ধে জয়ে ফিরলো কলকাতা



টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়ের পর টানা চার ম্যাচে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। অবশেষে সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে স্বস্তির জয় পেলো নাইটরা। সৌজন্যে বোলিং ব্রিগেড। প্ৰসিদ্ধ কৃষ্ণা নেতৃত্বে কলকাতার আক্রমণাত্মক বোলিংয়ে পাঞ্জাবকে কম রানে আটকে রেখে ৫ উইকেটে জয় তুলে নিলো মরগ্যানরা। শেষ স্থান থেকে একলাফে উঠে এলো পঞ্চম স্থানে।


প্রথমে ব্যাটিং করে পাঞ্জাব কিংস ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৩ রান তুলতে সক্ষম হয়। অধিনায়ক রাহুল (১৯) দ্রুত ফিরে যাওয়ার পর নাইট বোলিংয়ের সামনে কিছুটা লড়াই করেছেন মায়াঙ্ক আগরওয়াল (৩১) এবং ক্রিস জর্ডন। শূন্য রানে ফিরে গিয়েছেন টি-২০ স্পেশালিস্ট গেইল।শেষ দিকে জর্ডনের (১৮ বলে ৩০) ক্যামিও ইনিংসের সুবাদেই ১২৩ রানে পৌঁছাতে পেরেছে পঞ্জাব। কলকাতার হয়ে ৩টি উইকেট পেয়েছেন প্ৰসিদ্ধ কৃষ্ণা। ২টি করে উইকেট পেয়েছেন প্যাট কামিন্স এবং সুনীল নারিন।

১২৪ রান তাড়া করতে গিয়ে শুরুটা ভালো হয়নি কলকাতার। প্রথম ৩ ওভারেই দুই ওপেনার সহ ৩ উইকেট হারায় তারা। এরপর অধিনায়ক মরগ্যানের সাথে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান রাহুল ত্রিপাঠি (৩২ বলে ৪১)। ২০ বল বাকি থাকতেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মরগ্যান (৪০ বলে অপরাজিত ৪৭)।

আজকের ম্যাচের সেরা হয়েছেন নাইট অধিনায়ক ইয়ন মরগ্যান।