LIVE UPDATE IPL 2021: MI vs RCB- ২উইকেটে জয়লাভ করলো কোহলি ব্রিগেড




IPL 2021: আজ প্রথম ম‍্যাচে মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স .

রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর- 

২উইকেটে জয়লাভ করলো কোহলি ব্রিগেড 

ROYAL CHALLENGERS BANGALORE INNINGS

(RUN RATE: 8.00)

BatsmenRunsBallsSR4s6s
EXTRAS(nb 1, w 9, b 0, lb 2, pen 0)12
TOTAL(8 wickets; 20 overs)160

DID NOT BAT:

BowlerORWEconDots

FALL OF WICKETS
  • 1-36 (Sundar, 4.2 ov) ,
  • 2-46 (Patidar, 5.5 ov) ,
  • 3-98 (Kohli, 12.3 ov) ,
  • 4-103 (Maxwell, 14.1 ov) ,
  • 5-106 (Ahmed, 14.6 ov) ,
  • 6-122 (Christian, 16.3 ov) ,
  • 7-152 (Jamieson, 18.5 ov) ,
  • 8-158 (de Villiers, 19.4 ov)




























































২০ ওভারে ১৬০ করে জয়লাভ করলো রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর

অষ্টম উইকেটের পতন ফিরলেন ডিভিলিয়ারস 

১৫৭/৬ (১৯.৩)

১৯.১ ওভারে ১৫৪ /৭

১৮.৫ ওভারে সপ্তম উইকেট হারালো ব্যাঙ্গালর। 

১৫১/৬ (১৮.৩)

১৪৭/৬ (১৮.২)

১৪৫/৬ (১৮.১)

১৪১/৬ (১৮)

১৮ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ৬ উইকেট হারিয়ে রান ১৪১

১৬.৩ ওভারে ১২২ রানে ষষ্ট উইকেটের পতন। ফিরলেন ক্রিশ্চিয়ান  

১৬ ওভারে ১২১ রানে ৫ উইকেট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

 ১০৬ রানের মাথায় আউট আহমেদ 

৫ম উইকেট খোয়াল ব্যাঙ্গালোর

২৮ বলে ৩৯ রান করে আউট হলেন ম্যাক্সওয়েল

১৪ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ৩ উইকেট হারিয়ে রান ১০৩

১৩ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ৩ উইকেট হারিয়ে রান ৯৯

১২.৩ ওভারে ২৯ বলে ৩৩ রান করে আউট কোহলি 

যশপ্রীত বুমরাহের বলে এলবিডব্লিউ হন বিরাট। 


১১ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ২ উইকেট হারিয়ে রান ৮৪

১১ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ২ উইকেট হারিয়ে রান ৮৪

১০ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ২ উইকেট হারিয়ে রান ৭৫


এই মুহূর্তে ২২ গজে কোহলি ও ম্যাক্সওয়েল। 

৫ ওভার ৫ বলে আউট রজত পাতিদার। দলীয় রান ৪৬। রজত করেন ৮ বলে ৮ রান। 

চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ৩৬ রানের মাথায় আউট সুন্দর। সুন্দর ১৬ বলে ১০ রান করেন। 

৪ ওভার শেষে বিনা উইকেটে ৩৫ রান রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোরের 

ব্যাট করতে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর। 

মুম্বাই ইন্ডিয়ান্স: 

SCOREBOARD: 

MUMBAI INDIANS INNINGS

(RUN RATE: 7.95)

BatsmenRunsBalls
EXTRAS(nb 2, w 2, b 0, lb 0, pen 0)4
TOTAL(9 wickets; 20 overs)159

YET TO BAT:

BowlerORW
FALL OF WICKETS
  • 1-24 (Sharma, 3.6 ov) ,
  • 2-94 (Yadav, 10.6 ov) ,
  • 3-105 (Lynn, 12.5 ov) ,
  • 4-135 (Pandya, 15.6 ov) ,
  • 5-145 (Kishan, 17.4 ov) ,
  • 6-158 (Pandya, 19.1 ov) ,
  • 7-158 (Pollard, 19.2 ov) ,
  • 8-158 (Jansen, 19.4 ov) ,
  • 9-159 (Chahar, 19.6 ov)





















































































৯ উইকেট খুইয়ে ২০ ওভারে ১৫৯ রান তুললো মুম্বাই 

১৫৯ রানেই আটকে গেল মুম্বাই। 

ইনিংসের শেষ বলে রান আউট রাহুল চাহার। 

২০তম ওভারের চতুর্থ বলে ফের উইকেট হারসলের। এবার ফেরালেন মার্কো জনসন কে। 

১৫৮/৭ (১৯.২) 

পোলার্ডকেও ফেরালেন হারসল। 

১৫৮/৬ (১৯.১)



২০ তম ওভারের প্রথম বলেই ক্রুনালকে ফেরালেন হরসাল প‍্যাটেল। হরসালের তৃতীয় উইকেট প্রাপ্তি। 

১৫৮/৫ (১৯ ওভার)

১৪৮/৫ (১৮ওভার)

শেষ উইকেট: ইশান কিশান ২৮(১৯) এলবিডব্লিউ হারসল প‍্যাটেল

 ১৪২/৪ (১৭ ওভার)

১৩৫/৪ (১৬ ওভার)

শেষ উইকেট: হার্দিক পাণ্ডিয়া ১৩ (১০) এলবিডব্লিউ হারসল প‍্যাটেল

পিচে ইশান কিষান ২১(১৪)

১৫ ওভারে ১২৮/৩

১৩ ওভারে ১০৫ রানে ৩ উইকেট মুম্বাই ইন্ডিয়ান্সের।

১০৫ রানের মাথায় আউট হলেন ক্রিস লিন। ৩৫ বলে ৪৯ করে আউট হলেন লিন। 

৯৪ রানে দ্বিতীয় উইকেট খোয়ালো মুম্বাই। ২৩ বলে ৩১ রানে আউট হলেন সূর্যকুমার যাদব। 


১০ ওভার শেষে ১ উইকেট হারায়ে ৮৬ রানে মুম্বাই ইন্ডিয়ান্স

৯ ওভার শেষে ১ উইকেট হারায়ে ৮৩ রানে মুম্বাই ইন্ডিয়ান্স

৮ ওভার শেষে ১ উইকেট হারায়ে ৭০ রানে মুম্বাই ইন্ডিয়ান্স 

৭ ওভার শেষে ৫৫ রানে ১ উইকেট হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। 

২২গজে রয়েছে ক্রিস লিন ৩২(১২) এবং সূর্যকুমার যাদব ১২(১১)

শেষ উইকেট: রহিত শর্মা ১৫ বলে ১৯ | রান আউট (কোহলি ও চাহাল)

টসে জিতে প্রথম বোলিং করছে রয়‍্যাল চ‍্যালেঞ্জারস ব‍্যাঙ্গালোর। 

Mumbai Indians XI: 


Rohit Sharma (c), Chris Lynn, Suryakumar Yadav, Ishan Kishan (wk), Hardik Pandya, Kieron Pollard, Krunal Pandya, Rahul Chahar, Marco Jansen, Trent Boult, Jasprit Bumrah

Royal Challengers Bangalore XI: 


Virat Kohli (c), Rajat Patidar, AB de Villiers (wk), Glenn Maxwell, Daniel Christian, Washington Sundar, Kyle Jamieson, Harshal Patel, Mohammed Siraj, Shahbaz Ahmed, Yuzvendra Chahal

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ