Latest News

6/recent/ticker-posts

Ad Code

মালবাজারে রোড-শো করলেন দিলীপ ঘোষ, ব্যস্ততার জন্য সারলেন না মধ্যাহ্নভোজন

মালবাজারে রোড-শো করলেন দিলীপ ঘোষ, ব্যস্ততার জন্য সারলেন না মধ্যাহ্নভোজন




জয়ন্ত বর্মন, মালবাজার ঃ মালবাজারে রোড-শো করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জলপাইগুড়ি জেলার মালবাজারে শুক্রবার চপাড়ে আসবেন বলে হেলিপ্যাড তৈরি করা হয়, সফরে আসবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশেষে তিনি আসলেন গাড়িতে। যদিও হেলিপ্যাডে তার জন্য অপেক্ষা করেন বিজেপি কর্মী সমর্থকরা।

এদিন নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পরে মালবাজারে পৌছান তিনি এবং বেলা ১ টা নাগাদ মালবাজারের বিজেপি প্রার্থী মহেশ বাগের সমর্থনে রোড শো করেন । বিজেপির কর্মী সমর্থকদের ডিজের তালে মুখে নরেন্দ্র মোদির মুখোশ লাগিয়ে হাটতে দেখা যায়। তবে রোড শো-এর মাঝপথেই হুডখোলা জিপ থেকে নেমে চলে যান তিনি। সেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি লোকসভার সাংসদ ডাঃ জয়ন্ত রায়, দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ট।

অপরদিকে এদিন মালবাজারে এক বিজেপি কর্মীর বাড়িতে দুপুরের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। যেখানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মধ্যাহ্নভোজ সারার কথা ছিল। তবে অন্যত্র প্রচারের ব্যস্ততার কারণে তিনি না আসায় কিছুটা হতাশ সেই পরিবারের সদস্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code