IBPS Clerk Result 2020-এর ফল প্রকাশ করল Institute of Banking Personnel Selection
IBPS Clerk Main Result 2020-এর ফল প্রকাশ করল Institute of Banking Personnel Selection । আইবিপিএস ক্লার্ক মেইন লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন। ১লা এপ্রিল থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত ফলাফল চেক করার লিঙ্কটি অ্যাক্টিভ থাকবে। ২৮শে ফেব্রুয়ারী ২০২১ -এ আইবিপিএস- এর মেইন পরীক্ষা হয়েছিল।
যারা মেইন পরীক্ষা পাশ করেছেন তাদের এখন নিয়োগের জন্য ডাকা হবে। কোনও রকম ইন্টারভিউ পরীক্ষা নেই।
ফল জানবেন কি করে?
অফিশিয়াল ওয়েবসাইট ibps.in -এ ক্লিক করুন
IBPS Clerk Main Result 2020 -এ ক্লিক করুন
লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করুন
আপনার ফল আপনি জানতে পারবেন এবং ডাউনলোড করেও রাখতে পারবেন
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊